ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন স্টইনিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
সাইড স্ট্রেইন ইনজুরি থেকে পুরোপুরি মুক্তি মেলেনি মার্কাস স্টইনিসের। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের।
গত ৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়েন স্টইনিস। সেই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলা হয়নি তার। তারপর ভারত সফরেও যাননি এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবশ্য দলে রাখা হয়েছিল তাকে। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টইনিসকে পুরোপুরি সতেজভাবে খেলানোর জন্য এই সিরিজ থেকে নাম কাটা পড়ছে তার।
ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক
৩ ঘন্টা আগে
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রথমবার সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন স্টইনিস। তারপর দুপাশেই এই চোটে ভুগছেন তিনি।
আপাতত এই অলরাউন্ডারের বদলি ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। যদিও ধারণা করা হচ্ছে ভারত সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়া টিম ডেভিড এবং তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ওপর ভরসা করবে দলটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী ৫ এবং ৭ অক্টোবর। প্রথমটি ক্যারারা ওভাল এবং পরেরটি গ্যাবাতে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।