পছন্দের বিশ্বকাপ স্কোয়াড পেয়ে স্বস্তিতে দ্রাবিড়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

১২ জুলাই ২৫
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট

সপ্তাহ দুয়েক পরেই অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার লড়াই। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুত হচ্ছে দলগুলো। এরপ অংশ হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের শেষবারের মতো পরখ করে দেখার এটা বড় সুযোগ। আর সেটাই করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। অবশ্য ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী এবং স্বস্তিতে আছেন কোচ রাহুল দ্রাবিড়।


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল ভারতের। এরপর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। অথচ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে আসর শুরু করেছিল ভারত। গত আসরের এমন ভরাডুবির পর এবার বেশ সতর্ক তারা।


promotional_ad

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো। তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে উপমহাদেশের দলগুলোকে। তবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এখনও পর্যন্ত সবকিছু ঠিকমতোই করতে পেরেছে ভারত।


আরো পড়ুন

আর্শদীপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার

২ ঘন্টা আগে
আনশুল কাম্বোজের উইকেট উদযাপন, ফাইল ফটো

দ্রাবিড় বলেন, 'আমি সব বিষয়ে ভেঙে বলব না। তবে আমি মনে করি, আমরা এ বিষয়ে সব সময়ই পরিষ্কার ছিলাম। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা বিশ্বকাপে নিজেদের চাহিদা অনুযায়ী সবকিছুই নিয়ে যেতে পারছি।’


‘আমরা কোন ধরনের সমন্বয় চাই, তা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। কোন একাদশ খেলাতে চাই, সেটা নিয়েও আমাদের স্পষ্ট ধারণা ছিল। এ ছাড়া কোন দক্ষতার খেলোয়াড় চাই, সেটাও আমাদের জানা ছিল। আমরা বিশ্বকাপে কেমন স্কোয়াড নিয়ে যাব, সেটা খুব গুরুত্বপূর্ণ।’-তিনি আরও যোগ করেন।


শুরুতে বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চোটের কারণে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরাহ। দলের পেস ব্যাটারির নেতাকে হারিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবে টিম ম্যানেজমেন্ট। কারণ বুমরাহর মতো একজন পরীক্ষিত পেসার যেকোনো পরিস্থিতে ম্যাচের মোড় গুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন।


সবমিলিয়ে দলে ক্রিকেটার চোট কিছুটা হলেও ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। দ্র??বিড় বলেন, 'চোট বা আরও অনেক কারণে সবকিছু নিখুঁত হবে না। সবাই যদি ফিট থাকে, দলে যে দক্ষতা নিয়ে যাচ্ছি, সেদিক থেকে বলতেই পারি, দল নিয়ে আমরা স্বস্তিতেই আছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball