'অশ্বিন শুধুই একজন অফ স্পিনার নন'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গিলক্রিস্টের চেয়ে ভালো ব্যাটসম্যান পান্ত, দাবি অশ্বিনের
৯ জুলাই ২৫
দ্রুত ব্যাটারকে পড়তে পারেন, ডেলিভারির ভান্ডারে বেশ কিছু অস্ত্র আছে, দুই পাশেই টার্ন করাতে পারেন সবমিলিয়ে দারুণ একজন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। লাল কিংবা সাদা বল ইতোমধ্যেই সব ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন এই ভারতীয়। বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের জন্য অশ্বিনকে একজন অফ স্পিনারের চেয়েও বেশি কিছু ভাবেন বেন ডাকেট।
আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বল হাতে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষামূলক ডেলিভারি করে থাকেন অশ্বিন। অফ-স্পিন, ক্যারম বল, আর্মার, জোরের উপর ফ্লাইট কিংবা লেগ স্পিনও করতে দেখা যায় তাকে। অশ্বিনের এমন সব অস্ত্র কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল ডাকেটের।

কাউন্টিতে খেলার সময় অশ্বিনের সঙ্গে একই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় সুযোগ পেলেই নেটে অশ্বিনের বিপক্ষে বাটিং অনুশীলন করতেন ডাকেট। যা পরবর্তীতে স্পিনের বিপক্ষে ব্যাটিং করতে তাকে সহযোগীতা করেছে।
আর্শদীপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার
২ ঘন্টা আগে
ডাকেট বলেন, 'অশ্বিন শুধুই একজন অফ স্পিনার নন, সে এর চেয়েও বেশি কিছু। সে দুই পাশেই বল টার্ন করাতে পারে। সে অবিশ্বাস্য। আমি ভাগ্যবান যে, সে যখন নটস (নটিংহ্যামশায়ার) এর হয়ে খেলেছিল তখন আমি তার সঙ্গে (একই দলের হয়ে) খেলতে পেরেছিলাম এবং যখনই সম্ভব হয়েছে নেটে তার বিপক্ষে ব্যাট করেছি।'
উপমহাদেশের বাইরের ব্যাটাররা স্পিনে তুলনামূলক কিছুটা দুর্বল হয়ে থাকেন। সেটা কন্ডিশন এবং আবহাওয়ার কারণে অনেকটাই স্বাভাবিক ব্যাপার। তবে ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলে অব্যস্ত হলেও স্পিনকেই নিজের শক্তিমত্তার জায়গা মনে করেন ডাকেট।
তিনি বলেন, 'আমি কখনই সন্দেহ করিনি যে, আমি স্পিন খেলতে পারি না। মানুষ বলে যে আমি স্পিন খেলতে পারি না, এটা আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ আমি জানি যে, এটি আমার শক্তি।'