'নতুন জহির খান খুঁজে পেয়েছে ভারত'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
২৪ মে ২৫
লাইম লাইটে আসার শুরুটা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে। এরপর ভারতের জার্সিতেও আলো কেড়েছেন আর্শদিপ সিং। সর্বশেষ এশিয়া কাপেও দারুণ সব ইয়র্কার আর নিখুঁত লাইন-লেন্থে প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন। আসরে দলের হয়ে অন্যতম সেরা বোলারও ছিলেন তরুণ পেসার। তার মাঝে ভারতের সাবেক পেসার জহির খানের ছায়া দেখছেন কামরান আকমল।
২০১৯ সালের আইপিএল খেলে প্রথমবার আলোচনায় এসেছিলেন। এর পর থেকে আর্শদীপ সিংকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, সব জায়গাতেই নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৫ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। তবে এশিয়া কাপের পরের সিরিজে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে জায়গা হয়নি এই পেসারের। অবশ্য সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজ দিয়ে আবার দলে ফিরেছেন এই পেসার।
‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’
১ ঘন্টা আগে
আকমল বলেন, 'আর্শদীপ দুর্দান্ত বোলার। আমার মনে হয় ভারত নতুন জহির খান খুঁজে পেয়েছে। ওর কাছে পেস, সুইং সবই আছে। নিজের সামর্থ্য সম্পর্কে ও ভালো করেই জানে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বল করতে পারে।’
সাউথ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দলে ফিরেই আবারও দারুণ বোলিং করেছেন আর্শদিপ। সে ম্যাচে ৩২ রানে ৩ উইকেট শিকার করেছেন। রাইলি রুশো, কুইন্টন ডি কক ও ডেভিড মিলারকে একাই সাজঘরে পাঠিয়ে হয়েছেন ম্যাচসেরা।
আকমল বলেন, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিলারকে সে যেভাবে আউট করেছে, তা সত্যিই বিশেষ কিছু ছিল। একজন পেসার হিসেবে যথেষ্ট গতি আছে আর্শদীপের। ওর বয়স এখনো অনেক কম। তবে এর মধ্যেই আর্শদীপ অনেক পরিণত।’