আমরা পাকিস্তানের চেয়ে বেশি ক্যাচ ফেলেছি: আকাশ চোপড়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’

১ ঘন্টা আগে
ফাইল ছবি

ভারতের ফিল্ডারদের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন আকাশ চোপড়া। তিনি মনে করেন ভারতের বোলারদের পারফরম্যান্স ভালো না হলেও তাদের আরও ডোবাচ্ছেন ফিল্ডাররা। সাম্প্রতিক সময়ে বড় রান করেও ম্যাচ হারতে হচ্ছে ভারতকে।


এর মধ্যে এশিয়া কাপে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে বড় লক্ষ্য দিয়েও থামাতে পারেনি ভারত। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ২০৯ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল। প্রায় প্রতিটি ম্যাচেই ক্যাচ মিসের মতো ঘটনা ঘটছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেটাকে সতর্ক সঙ্কেত হিসেবে দেখছেন আকাশ।


promotional_ad

তিনি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, 'আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি যে আমাদের বোলিং অনেক দুর্বল। আমরা রান ডিফেন্ড করতে পারি না। কিন্তু বাস্তবতা হচ্ছে বোলাররা যখন সুযোগ তৈরি করছে ফিল্ডাররা অনেক ক্যাচই নিতে পারছে না। এটা আমাদের বোলারদের আরও দুর্বল বানিয়ে দিচ্ছে।'


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা

৮ ঘন্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো

ভারতের ফিল্ডারদের বাজে পারফরম্যান্সের চিত্র তুলে ধরতে একটি পরিসংখ্যান দেখিয়েছেন আকাশ। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চেয়ে ক্যাচ ধরায় পিছিয়ে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের চেয়ে ক্যাচ ধরায় পিছিয়ে কেবল শ্রীলঙ্কা।


এ প্রসঙ্গে আকাশ বলেন, 'আমরা বলি পাকিস্তান অনেক ক্যাচ ছাড়ে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা তাদের চেয়ে বেশি ক্যাচ ফেলেছি। আমরা কেবল ৭৫.৪ শতাংশ ক্যাচ নিতে পেরেছি। আমাদের চেয়ে বাজে রেকর্ড আছে একমাত্র শ্রীলঙ্কার সেটা হলো ৭৪.৩।'


ভারতীয় দলে সুরেশ রায়না-যুবরাজ সিংদের মতো ফিল্ডারদের মিস করছেন আকাশ। হতাশা ব্যক্ত করে তিনি বলেন, 'আমাদের দলে এখন আর আগুনের মতো ফিল্ডার নেই। সুরেশ রায়না, যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা দলে নেই। আমরা এখন আর আমাদের দলের কাউকে মাঠে দেখে বলতে পারি না, 'ওয়াও, কি দারুণ ফিল্ডিং।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball