কঠিন সময়ে হার্শালের পাশে দাঁড়াচ্ছেন দ্রাবিড়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’

১ ঘন্টা আগে
ফাইল ছবি

ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন হার্শাল প্যাটেল। এখনও সেরা ছন্দে ফিরতে পারেননি তিনি। অবশ্য হার্শালের বোলিং পারফরম্যান্স দেখে টিম ম্যানেজমেন্ট আনন্দিত বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।


সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হার্শাল। এর আগে অস্ট্রেলিয়া সিরিজে তিনি ছিলেন বেশ খরুচে। অজিদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হার্শাল ৪ ওভারে রান দিয়েছিলেন ৪৯। এ ছাড়া দুই ম্যাচে ওভার প্রতি রান দিয়েছেন ৮ এর বেশি।


promotional_ad

এমন পারফরম্যান্স দেখে হার্শালের ফিটনেস নিয়েও সমালোচনা হয়েছে বেশ। দ্রাবিড় মনে করেন পুরোপুরি ছন্দ ফিরে পেতে তার আরও কিছু সময় লাগবে। ভারতীয় কোচ বলেন, 'সে ভালোভাবে নিজেকে তৈরি করতে এবং কঠোর পরিশ্রম করছে। এটা হতেই পারে। সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। মানিয়ে নিতে তাই কিছু সময় লাগছে।'


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

হার্শালের উন্নতির প্রশংসা করে দ্রাবিড় যোগ করেন, 'সে যেভাবে উন্নতি করছে আমরা তাতে আনন্দিত। সে আসলেই ভাল করছে। সে যত বেশি ম্যাচ খেলবে ততই তার জন্য ভালো হবে। দুর্ভাগ্যজনক যে ছয় সপ্তাহ সে ইনজুরির কারণে খেলতে পারেনি।'


সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে হার্শাল ভেঙে পড়বেন না বলেই বিশ্বাস দ্রাবিড়ের। এই পেসারকে মানসিকভাবে শক্তিশালী আখ্যা দিয়েছেন ভারতের এই কোচ। কিছুটা খরুচে হলেও তার বেশ কিছু স্পেন দারুণ ছিল বলেও মনে করেন দ্রাবিড়।


তিনি বলেন, 'হার্শাল মানসিকভাবে শক্ত একজন ক্রিকেট। সে দারুণ ক্রিকেটার। আপনি যদি তার গত দুই বছরের পারফরম্যান্স দেখেন, সে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছে যেখানেই সে খেলেছে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের হয়েও সে ভালো করেছে। আমার মনে হয় সে সত্যিই অসাধারণ কিছু স্পেল করেছে।'


হার্শালের ভালো পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়ে দ্রাবিড় বলেন, 'আমি বলবো সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিং করেছে। এমনকি সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও। শেষ ওভারে সে অনেক ভালো করেছে। সে টিম ডেভিডের উইকেট পেয়েছিল। রুদ্ধশ্বাস ম্যাচে এসবই বড় পার্থক্য গড়ে দেয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball