স্টোকস-হার্দিকের লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্যালিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’
৩ জুন ২৫
বর্তমান বিশ্বের সেরা দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকস। দুজনই লম্বা সময় ধরে নিজেদের দলের জন্য অবদান রাখছেন। এরই মধ্যে স্টোকস ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে নায়ক হয়েছেন।
হার্দিকও নিয়মিত পারফর্ম করে ভারতের জন্য অবদান রাখছেন। সাউথ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস মনে করেন তারা দুজনই তাদের দলের জন্য লম্বা সময় ভূমিকা রাখবে। সেই সঙ্গে তাদের মধ্যে একটি লড়াইও হবে। সেটাই দেখতে মুখিয়ে আছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'দুজনই বিশ্বমানের অলরাউন্ডার। অলরাউন্ডার এমন একটি জিনিস যার যত্ন নেয়া উচিত। তারা খুব বেশি আসে না। আমি নিশ্চিত যে তারা তাদের দলের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। এটা তাদের দুজনের জন্যই দারুণ একটি লড়াই।'
বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের
১৭ জুলাই ২৫
ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত এখন সাউথ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলেরই এটা শেষ সিরিজ। ফলে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও তাদের মনোযোগ বিশ্বকাপে থাকবে বলে মনে করেন ক্যালিস।
তার ভাষ্য, 'আমার মনে হয় ভারত ও সাউথ আফ্রিকা দুই দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর থাকবে। দুই দলেরই সিরিজটি গুরুত্বপূর্ণ। যদিও বিশ্বকাপে কন্ডিশন ভিন্ন হবে। তবুও দুই দলই বিশ্বকাপের কথা মাথায় রেখেই খেলবে। আশা করছি এটা সাউথ আফ্রিকার জন্য ভালো একটি বিশ্বকাপ হবে।'