বিশ্বকাপে সুবিধা পাবেন বোলাররা, দাবি হ্যাজেলউডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

বাজছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। দিন দশেক পরেই অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠছে এই সীমিত ওভারের এই বিশ্বকাপের। এবারের টুর্নামেন্টে বোলাররা কন্ডিশন থেকে সুবিধা পাবেন বলে মনে করেন স্বাগতিক দলের পেসার জস হ্যাজেলউড।


বিশেষ করে অস্ট্রেলিয়ার বিশালাকার মাঠগুলো বোলারদের বিশেষ সুবিধা দেবে বলে বিশ্বাস এই অজি পেসারের। অস্ট্রেলিয়ার উইকেট বরাবরই পেস বান্ধব। সেই সঙ্গে অস্ট্রেলিয়া দলেও রয়েছেন এক ঝাঁক তারকা পেসার। তাদের নিয়েই পারফর্ম করতে আশাবাদী এই পেসার।


promotional_ad

এ প্রসঙ্গে হ্যাজেলউড বলেন, 'এটা সম্ভবত বোলারদের ভালো হবে। মাঠগুলো অনেক বড়, উইকেটও গতি থাকবে। আপনি চাইলে বাউন্ডারিগুলো সুবিধা হিসেবে ব্যবহার করতে পারেন। কোনো কোনো সময় শর্ট বাউন্ডারি থাকবে এবং লং বাউন্ডারিও থাকবে। এটা নির্ভর করবে আপনি কোথায় খেলছেন কোন স্কোয়াডের বিপক্ষে খেলছেন।'


আরো পড়ুন

হ্যাজেলউডের তোপে তিনদিনেই জিতে গেল অস্ট্রেলিয়া

২৮ জুন ২৫
৪৩ রান খরচায় পাঁচ উইকেট নেন হ্যাজেলউড, ফাইল ফটো

অস্ট্রেলিয়া শুধু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকই নয় তারা এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। এর ফলে শিরোপা ধরে রাখার বাড়তি চাপ তো থাকছেই। ঘরের মাঠ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা সব মারকুটে ব্যাটারের মোকাবেলা করতে হবে বলে মনে করেন হ্যাজেলউড।


তিনি বলেন, 'আমরা যেখানে আছি সেটা দারুণ ব্যাপার। আমাদের ছেলেরা বল করবে সম্ভবত ক্রিকেটের সেরা সব মারকুটে ব্যাটারদের বিপক্ষে যেখানে ফ্যাটি উইকেট ও ছোটো বাউন্ডারি থাকবে।'


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে অজিরা। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। হ্যাজেলউড মনে করেন ম্যাচ খেলার চেয়ে সেরা প্রস্তুতি আর হতে পারে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball