দলের সঙ্গেই নিউজিল্যান্ড যাবেন অসুস্থ নাসিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন শাদাব

২ জুলাই ২৫
ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন নাসিম শাহ, শুরুর দিকে একাধিক ম্যাচে মাঠেও নেমেছেন, তবে সিরিজের মাঝপথে ছিটকে গেছেন এই তরুণ পেসার। পঞ্চম টি-টোয়েন্টির আগে কোভিড পজিটিভ হয়েছেন তিনি। করোনা আক্রান্ত হলেও দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাবেন এই তরুণ পেসার, এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


নাসিম শাহকে বর্তমানে পিসিবির মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছে। আরও দুই দিন তাকে আইসোলেশনে রাখা হবে। সুস্থতার দিকে গেলে বা তার শারীরিক অবস্থার উন্নতি হলে দলের সঙ্গে নিউজিল্যান্ডের বিমানে উঠবেন এই পেসার।


promotional_ad

নাসিম অবশ্য টুইট করে জানিয়েছেন, তিনি আগের চেয়ে ভালো আছেন এবং দ্রুত সুস্থতার দিকে যাচ্ছেন। তাই আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও বাইশ গজে ফিরবেন নাসিম।


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা

৮ ঘন্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই দুই দল ছাড়াও এই সিরিজের অন্য দল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে বাবর আজমের দল।


এদিকে শুরুতে ধারণা করা হয়েছিল নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন নাসিম। তবে এবার কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন এই পেসার। তাই চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।


গত মঙ্গলবার বিকেলে অসুস্থবোধ করেন নাসিম। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নাসিমের বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া হয়েছে। নাসিমের জ্বরও এসেছিল। ডেঙ্গুতেও একই রকম উপসর্গ থাকায় এবং করাচিতে ডেঙ্গুর সংখ্যা বাড়তে থাকায় সেই পরীক্ষাও করানো হয়।


শেষে দেখা যায়, নাসিমের কোভিড হয়েছে। তাকে গত বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দে???া হয়েছে। ফিরে এসেছেন হোটেলে। তবে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে এই তরুণ পেসারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball