'বুমরাহ বিলাসবহুল গাড়ির মতো, যার গতি আছে'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’
১ ঘন্টা আগে
ভারতের জার্সিতে অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটেই ধারবাহিক জাসপ্রিত বুমরাহ। নিজেকে প্রমাণ করতেও খুব বেশি সময় লাগেনি তার। বছর কয়েকের ব্যবধানেই দলের পেস ব্যাটারির নেতৃত্বে চলে আসেন এই ডানহাতি পেসার। তবে তিন ফরম্যাটেই নিয়মিত খেলার ফলে অধিক চাপ পড়ছে তার শরীরের উপর।
এই যেমন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে খেলতে পারছেন না বুমরাহ। পিঠের চোটের কারণে আসর শুরুর সপ্তাহ দুয়েক আগেই ছিটকে গেছেন এই পেসার। এমন গুরুত্বপূর্ণ আসরের কথা বিবেচনা করে বুমরাহকে সব ম্যাচে না খেলানোর পরমার্শ দিয়েছেন সালমান বাট।

পাকিস্তানের এই ব্যাটারের মতে, বুমরাহ বিলাসবহুল এক গাড়ি। যা প্রতিদিন ব্যবহার করার মতো না। বিলাসবহুল এই গাড়ি আপনার গুরুত্বপূর্ণ ট্রিপের জন্য যত্ন করে রাখতে হবে এমনটাই মনে করেন সালমান। তিনি বলেন, 'বুমরাহ ফেরারি, অ্যাস্টন মার্টিন বা ল্যাম্বরগিনির মতো। এগুলো বিলাসবহুল গাড়ির মতো যার গতি আছে।'
বাকি পেসারদের তুলনায় বুমরাহর বোলিং অ্যাকশন অনেকটাই ব্যাতিক্রম। এমন অ্যাকশনের কারণে স্বাভাবিকভাবেই তার পিঠে কিছুটা বেশি চাপ পড়ে। আর তাই পিঠের চোট বেশ ভোগাচ্ছে এই পেসারকে।
সালমান বলেন, 'বুমরাহর অ্যাকশন এমন যে, এটি তার পিঠে প্রচুর চাপ দেয়। সে তিন ফরম্যাটেই খেলে এবং আইপিএলও নিয়মিত, যা একটি দীর্ঘ টুর্নামেন্ট।'
এদিকে চোটের কারণে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বুমরাহ। তার জায়গায় ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।