অরেঞ্জ ক্যাপ না জিতলেও ম্যাচ জেতাতে পারেন সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’

১ ঘন্টা আগে
ফাইল ছবি

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব। প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ ব্যাটিং করে দলের জন্য নিয়মিত অবদান রাখছেন তিনি। ভারতের ক্রিকেটের ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবেও পরিচিতি পেয়েছেন ভারতের সূর্যকুমার।


সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হেসেছে তার। খেলেছেন ৫৬ বলে ৫১ রানের ইনিংস। এমন পারফরম্যান্সের পর ভারত জিতেছে ৮ উইকেটে। ভারতীয় সাবেক পেসার মোহাম্মদ কাইফ মনে করেন সূর্যকুমার অরেঞ্জ ক্যাপ না পেলেও দলকে ঠিকই জেতানোর মতো ক্রিকেটার।


promotional_ad

গত বেশ কিছুদিন ধরেই চার নম্বরে ব্যাট করছেন সূর্যকুমার। এই জায়গাটি তিনি নিজের করে নিয়েছে বলে মনে করেন কাইফ। সূর্যকুমারকে এই জায়গায় ব্যাটিং করালে ভারত লম্বা সময় সার্ভিস পেতে পারে বলে মনে করেন কাইফ।


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

তিনি এক টুইটে লিখেছেন, ‘টপ ক্লাস পেসার বা স্পিনার, টার্নিং পিচ বা সিমিং পিচ হোক না কেন, কঠিন পরিস্থিতি যাই হোক না কেন, কিছুই সূর্যকে সমস্যায় ফেলতে পারে না। সে অরেঞ্জ ক্যাপ নাও জিততে পারে কিন্তু ম্যাচ জেতাবে। চার নম্বরের জায়গাটা নিজের করে নিয়েছে সূর্য। এখান থেকে কেউ তাঁকে এখান থেকে সরাতে পারবেন না।’


ধারাবাহিক পারফরম্যান্সের ফলে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সূর্যকুমার। ৮০১ পয়েন্ট নিয়ে তিনি এই অবস্থা আছেন। তার ওপরে আছেন কেবল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।


এদিকে ভারতের ব্যাটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষসে ভারতের সবচেয়ে বেশি রানের মালিক হয়েছে সূর্যকুমার। এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন শিখর ধাওয়ানকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি তার ফর্ম ধরে রাখতে পারলে ভারতের জন্যই দারুণ ব্যাপার হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball