কাউন্টিতে ম্যাচ কমানোর সঙ্গে একমত মালান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘুমের কারণে ফ্লাইট মিস করা গোহর স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের হয়ে খেলার
৬ মে ২৫
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড ব্যাটার ডেভিড মালান। ম্যাচ কমালে 'কাউন্টি ক্রিকেটের মৃত্যু হবে' বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ব্যাটার জিওফ্রে বয়কট।
গত সপ্তাহে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস হাই পারফরম্যান্স রিভিউ কমিশনে কাউন্টি ক্রিকেটের ম্যাচ কমানোর প্রস্তাব দেয়ার পরই আলোচনা শুরু হয় কাউন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।

যেখানে তিনি ছেলেদের ক্রিকেটের ম্যাচ ১৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ টি-টোয়েন্টির আগে কাউন্টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
৮ ফেব্রুয়ারি ২৫
এই ইংলিশ ব্যাটার বলেন, 'ক্রিকেট এখন ১২ মাস, এক বছরের খেলা। এমনভাবে একটি শিডিউল করতে হবে যেন ক্রিকেটাররা তিন ফরম্যাটে খেলতে পারে।'
'আপনি যদি প্লেয়ার হন আপনি নিজের খেলার উন্নতি করতে চাইবে। এখন আপনার খেলার কোনো সময় নেই এবং আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন।'
কদিন আগে বয়কট বলেছিলেন, 'সমস্যা হচ্ছে ইসিবি কর্পোরেটদের দ্বারা চালানো হয়। যারা শুধু ব্যালেন্স শিট দেখে। তারা দেখে কাউন্টি থেকে থেকে টাকা আসছে না এবং তারা যদি এটাকে পণ্যের মতো না দেখে তাহলে তাদের এই পদ্ধতিতে যেতে হবে।'