ভারতের বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নামেন রউফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফরে অনিশ্চিত হারিস
৭ জুলাই ২৫
ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরিতা বেশ পুরনো। রাজনৈতিক ময়দান থেকে তা আঁছড়ে পড়ে ক্রিকেট ময়দানে। যে কারণে দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যার ফলে ক্রিকেটারদের মধ্যে বরাবরই বাড়তি চাপ কাজ করে। তবে এক্ষেত্রে ব্যাতিক্রম হারিস রউফ। ভারতের বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নামার কথা জানিয়েছেন পাকিস্তানের এই পেসার।
আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই মখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেউ গ্রাউন্ডে। বিগ ব্যাশ লিগে খেলার কারণে এই মাঠ রউফের বেশ ভালো ভাবেই চেনা। এমন মাঠে চিরপ্রতিপক্ষকে পেয়ে বেশ আত্মবিশ্বাসী রউফ।

আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন রউফ। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি শেষে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজের শীর্ষ উইকেটশিকারি এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা
৮ ঘন্টা আগে
রউফ বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ সবসময় অনেক চাপের। গত বছর বিশ্বকাপে, আমি অনেক চাপ অনুভব করেছিলাম। কিন্তু এশিয়া কাপের দুটি ম্যাচে কোনও চাপ মনে হয়নি কারণ আমি জানতাম আমাকে শুধু সেরাটা দিতে হবে।’
ভারতের বিপক্ষে বড় মঞ্চে পাকিস্তনের পরিসংখ্যান একেবারেই বাজে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র জয় ছাড়া ভারতের বিপক্ষে আর কোনো আইসিসি ইভেন্টে ম্যাচ জেতেনি পাকিস্তান। তবে আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী রউফ।
তিনি বলেন, 'আমি যদি সেরাটা দেই, তাহলে তারা আমাকে সহজে খেলতে পারবে না। আসন্ন বিশ্বকাপ ম্যাচের জন্য আমি খুশি, কারণ এটা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবং সেখানে কন্ডিশন কেমন সেটা সম্পর্কে আমার ধারণা আছে। আমি ইতোমধ্যে ভারতের বিপক্ষে কীভাবে বোলিং করবো, সেই পরিকল্পনা করা শুরু করেছি।’