অবশেষে বিগ ব্যাশে ডিআরএস, বাদ পড়ল এক্স-ফ্যাক্টর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং
২১ জুন ২৫
বিশ্বের বিভিন্ন লিগে ডিআরএসের ব্যবহার দেখা গেলেও বিগ ব্যাশে এটা ছিল না। অন্যান লিগের মতো বিগ ব্যাশের সর্বশেষ আসরেই ডিআরএস যুক্ত করার কথা ভেবেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে করোনার কারণে ব্যর্থ হয়েছে অজি বোর্ডের প্রচেষ্টা। তবে এবারের মৌসুম থেকে যুক্ত করা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
ছেলেদের মতো মেয়েদের লিগেও দেখা যাবে এটি। তবে বাদ পড়ছে ব্যাশ বুস্ট পয়েন্ট এবং এক্স-ফ্যাক্টর। ডিআরএসের নিয়ম অনুযায়ী, রিভিউ নেয়ার জন্য ১৫ সেকেন্ড সময় পাবে দলগুলো। প্রতি ইনিংসে দলগুলোকে একটি করে অসফল রিভিউ দেয়া হবে।

আম্পায়ার্স কল হলে বাতিল হবে না রিভিউ। ডিআরএস যুক্ত করা হলেও মেয়েদের প্রতিটি খেলায় এটির ব্যবহার হবে না। ব্রস্টকাস্ট ব্যবস্থাপনার কারণে ৫৯ ম্যাচের ২৪টিতে ডিআরএসের ব্যবহার করতে দেখা যাবে। ২০২৪-২৫ মৌসুম থেকে মেয়েদের বিগ ব্যাশের সবগুলো ম্যাচ সম্প্রচারের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক
৬ ঘন্টা আগে
সেই সঙ্গে প্রতিটি ম্যাচেই ডিআরএসের ব্যবহার নিশ্চিত করতে চায় তারা। আরও বেশ কয়েকটি নিয়ম প্রবর্তন করেছে তারা। টাইম ক্লক যুক্ত হওয়ায় ৭৯ মিনিটের মাঝে শেষ করতে হবে প্রতিটি ইনিংস। সেই সময়ের মাঝে খেলা শেষ না হলে ফিল্ডিং করা দলকে জরিমানা করা হবে।
যেখানে নির্দিষ্ট ওভারে বৃত্তের বাইরে চারজন ফিল্ডার রাখতে হবে। প্রথমবারের মতো নারী বিগ ব্যাশে দেখা যাবে পাওয়ার সার্জ। যার ফলে পাওয়ার প্লে ৬ ওভারের জায়গায় চার ওভার করা হবে। বাকি দুই ওভার ব্যাটিং দল নিতে পারবে শেষ ১০ ওভারের যেকোন সময়। তখন মাত্র ২ জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকবে।