সাউথ আফ্রিকার বিপক্ষে ফিরলেন আইয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরে আইয়ারকে না দেখে হতাশ সৌরভ
১১ জুন ২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার ১৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন শাহবাজ আহমেদ এবং শ্রেয়াস আইয়ার।
এর আগেও একবার স্কোয়াডে ডাক পেয়েছিলেন শাহবাজ। গত অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন শাহবাজ। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঁহাতি এই স্পিনারের। এবার জায়গা হলো তার টি-টোয়েন্টি দলে।

এদিকে দলে ফেরানো হয়েছে আইয়ারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সফরসঙ্গী শ্রেয়াস সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না। তিনি ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
০ মিনিট আগে
মূলত দিপক হুডার চোটের কারোণেই দলে জায়গা পেয়েছেন আইয়ার। বিশ্বকাপ দলের সদস্য হুডা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে পিঠে চোট পান। এতে অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বিবেচনায় ছিলেন না তিনি।
এদিকে মোহাম্মদ শামি করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছিলেন উমেশ যাদব। শামি ম্যাচ খেলার মতো ফিট না হওয়ায় প্রোটিয়াদের বিপক্ষেও খেলা হচ্ছে না তার। তাই দলে থাকছেন উমেশ।
দক্ষিণ আফ্রিকা সিরিজের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ঋষভ পান্ত, শাহবাজ আহমেদ, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহেল, আর্শদিপ সিং, হার্শাল প্যাটেল, দিপক চাহার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।