হতাশা ভুলে সাউথ আফ্রিকার হয়ে পারফর্ম করতে চান বাভুমা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের
১৭ জুলাই ২৫
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে সাউথ আফ্রিকা দল এখন ভারতে। থিরুভানাথাপুরামে বুধবার শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে যাবতীয় হতাশা দূরে রেখে দলের জন্য পারফর্ম করতে চান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লিগ সাউথ আফ্রিকা টোয়েন্টির নিলাম। সেখানে দল পাননি বাভুমা। এ কারণে কিছুটা হতাশ ছিলেন তিনি। বাভুমা জানিয়েছেন এখন তার পরিকল্পনা জুড়ে শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ প্রসঙ্গে বাভুমা বলেন, ‘আমার মনোযোগ দলের উপরেই রয়েছে। অধিনায়ক হিসেবে আমার এখনও একটি ভূমিকা আছে। সেটা হলো দলকে নেতৃত্ব দেয়া এবং নিজের সেরাটা দেয়া। আমার পুরো মনোযোগ এখন বিশ্বকাপে। ভারত সফরে এটা নিশ্চিত করতে চাই যে, আমরা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সম্ভাব্য সেরা জায়গায় রয়েছি। এই মুহুর্তে, আমি যতটা সম্ভব দলকে সেরাটা দেয়ার চেষ্টা করছি।’
ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
২ মিনিট আগে
নিজের লক্ষ্যের কথা জানিয়ে বাভুমা বলেন, ‘অন্যান্য যাবতীয় সমস্যাকে সরিয়ে রাখতে চাই। এই জিনিসগুলো আমি ব্যক্তিগত স্তরে মোকাবেলা করবো। কিন্তু এখানে দলের জন্য সেরাটা দিতে এসেছি। যতক্ষণ আমি জাতীয় দলের জার্সিতে খেলছি, ততক্ষণ নিজেকে নিংড়ে দিতে চাই।’
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলেরই এটা শেষ সিরিজ। এই সিরিজ দিয়েই ভারত ও সাউথ আফ্রিকা নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে চাইবে। সেই সঙ্গে শেষবারের মতো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে চাইবে তারা।
বাভুমা বলেছেন, ‘বিশ্বকাপের আগে এটাই আমাদের শেষ সিরিজ। দলের মধ্যে যে ফাঁকগুলো রয়েছে, সেটা আমরা পূরণ করতে চাই। আমাদের এমন ছেলেরা আছে যারা প্রচুর ক্রিকেট খেলছে, তাদের কিছুটা চাপমুক্ত করে, বরং কিছু প্লেয়ারের গেম টাইম দরকার, তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব।’