সেরা ক্রিকেটাররা চোট পেলেও থামবে না অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’

২ ঘন্টা আগে
ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমিত ওভারের এই বিশ্ব আসরের আগে দলগুলোর সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে ক্রিকেটারদের শেষ মুহূর্তের দল। এরই মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ফেলেছে দেশগুলো।


কোনো ক্রিকেটার চোটে পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ছেঁদ পড়তে পারে দলগুলোর। তবে ক্রিকেটারদের চোট নিয়ে একদমই চিন্তা করছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি মনে করেন অস্ট্রেলিয়া দলের যে গভীরতা কোনো ক্রিকেটার চোট পেলে কোনো সমস্যা হবে না তাদের।


promotional_ad

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠেই সীমিত ওভারের এই বিশ্ব আসরে খেলবে ম্যাকডোনাল্ডের শীষ্যরা। ফলে তাদের ওপর সমর্থকদের প্রত্যাশা থাকবে অনেক। অস্ট্রেলিয়া দল সেই চাপ সামলে পারফর্ম করতে পারবে বলে আশাবাদী অজি কোচ।


আরো পড়ুন

ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক

৭ ঘন্টা আগে
ম্যাট শর্ট (বামে) ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডানে), ফাইল ফটো

তিনি বলেন, 'আমাদের দলে বেশ কিছু চোট রয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে যা উদ্বেগের তো বটেই। বিশ্বকাপে যাওয়ার আগে কেউ কখনই চায় না যে তাদের সেরা ক্রিকেটাররা চোটের ফলে ছিটকে যাক টুর্নামেন্ট থেকে। তবে আমরা এটাও মনে করি আমাদের দলে সেই গভীরতাটা রয়েছে যার মধ্যে দিয়ে আমরা যে কোনও ক্রিকেটারের যদি চোট আঘাত লাগে তা ঢেকে দিতে পারি।'


ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ক্যামেরন গ্রিন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসের পরও দলকে জেতাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।


গ্রিনের প্রশংসা করে ম্যাকডোনাল্ড বলেন, 'আমরা তাকে বলেছিলাম টপ অর্ডারে সে যেন নিজের আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখে এবং আমার মনে হয় যতটুকু দেখেছি সে সেটা পেরেছে। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি তার ফলাফলটা কী! আমরা ভেবেছিলাম তার সেই দক্ষতা রয়েছে। সেই মতো আমরা পরিকল্পনাও করেছিলাম। বিশ্বের সেরা কয়েকজন বোলারের বিরুদ্ধে সে খেলেছে এবং সাফল্যের সঙ্গে খেলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball