ব্যাটিং গ্রেটদের কথা ভুলিয়ে দেবেন সূর্যকুমার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

২ ঘন্টা আগে
আইসিসি

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন সূর্যকুমার যাদব। ভবিষ্যতে তিনি বিরাট কোহলি ও বাবর আজমকে ছাড়িয়ে যেতে পারেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। টি-টোয়েন্টির বর্তমান র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে আছেন সূর্যকুমার।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তিনি। এই ইনিংস খেলার পথে ৫ ছক্কা ও সমান সংখ্যক চারও মেরেছেন। এর ফলে ভারত জয় পেয়েছে ৬ উইকেটের ব্যবধানে। কানেরিয়া মনে করেন সূর্যকুমার যদি এভাবে ব্যাট করতে থাকেন থাকলে সবাই গ্রেটদের কথা ভুলে যাবেন।


এ প্রসঙ্গে কানেরিয়া বলেন, 'তার খেলার একটা আলাদা ধরন আছে এবং সে নিশ্চই অনেক বড় খেলোয়াড় হতে চলেছে। সে যেভাবে ব্যাট করে, খুব দ্রুতই সে মানুষকে ভুলিয়ে দেবে অন্য সব ব্যাটিং গ্রেটদের। হ্যাঁ, কোহলি অনেক রান করবে এবং বাবর খুব সফল হবে, কিন্তু যাদব সবাইকে পিছনে ফেলে দেবে সূর্যকুমার।'


promotional_ad

বিরাট কোহলির সঙ্গে দারুণ বোঝাপড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সূর্যকুমারের দারুণ ফর্মের পেছনের কারণ বলে মনে করেন কানেরিয়া। এই সিরিজে রোহিত শর্মা ও লোকেশ রাহুল দ্রুত আউট হয়ে গেলেও কোহলি ও সূর্যকুমার যেভাবে ম্যাচ সামাল দিয়েছেন তার প্রশংসা করেছেন তিনি।


আরো পড়ুন

ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক

১০ ঘন্টা আগে
ম্যাট শর্ট (বামে) ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডানে), ফাইল ফটো

কানেরিয়া বলেন, 'কোহলি যাদবকে খুব ভালোভাবে পরিচালনা করেছে এবং তাদের মধ্য স্পষ্ট বোঝাপড়া ছিল। এই দুই ব্যাটারের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলারদের কোনো জবাব ছিল না। তারা যদি এভাবে ব্যাট করতে থাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা প্রতিটি দলকেই হারাবে।'


তিনি আরও যোগ করেন, 'অনেক লো?? বলছে যে বিরাট কোহলি অ্যাডাম জাম্পার বানি। কিন্তু কোহলি এবার তাকে ক্লিনারদের কাছে নিয়ে গেলেন। এই সিরিজে সে ভিন্নরকম খেলেছে। রোহিত শর্মা এবং কেএল রাহুল তাড়াতাড়ি আউট হয়ে গেলেও কোহলি এবং সূর্যকুমার দলের হাল ধরে রেখেছিল। তারা সুযোগ কাজে লাগিয়েছে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball