জাদেজার বিকল্প পেয়ে গেছে ভারত: ম্যাকডোনাল্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক

১০ ঘন্টা আগে
ম্যাট শর্ট (বামে) ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডানে), ফাইল ফটো

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ভারতের ম্যাচের নায়ক অক্ষর প্যাটেল।


এই সিরিজে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন অক্ষর। তিনি এই সিরিজে জাদেজার অনুপস্থিতি বুঝতেই দেননি ভারতীয় এই অলরাউন্ডার। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেট শিকারিও তিনি। এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন জাদেজার বিকল্প পেয়ে গেছে ভারত।


promotional_ad

এ প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ‘অক্ষরের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। জাদেজার ছিটকে যাওয়ার পর সকলেই ভেবেছিল ভারতীয় দল দুর্বল হয়ে পড়বে, কিন্তু তারা আরেকজন দুর্দান্ত খেলোয়াড় খুঁজে পেয়েছে।’


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

২ ঘন্টা আগে
আইসিসি

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজ হারা অস্ট্রেলিয়ার জন্য বড় একটি বার্তা। ব্যর্থতার কারণ জানিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘রান রেট ভালো ছিল এবং পুরো সিরিজ জুড়ে অনেক ভালো ক্রিকেট খেলা হয়েছে। ব্যাট বলের আধিপত্য ছিল এবং বোলারদের জন্য তেমন কিছুই ছিল না।’


ভারত সফরে আসেননি অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক। তিনি ফিরলে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড। এ ছাড়া ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশন একেবারেই ভিন্ন। এ কারণে চিন্তার কিছু দেখছেন না অজি কোচ। 


অজি কোচ বলেন, ‘অস্ট্রেলিয়া এবং এখানকার পরিস্থিতি ভিন্ন। সেখানকার পিচে আরও বাউন্স থাকবে এবং মিচেল স্টার্ক দলে ফিরবে, যা আমাদের আক্রমণকে শক্তিশালী করে তুলবে। বিশ্বকাপে তিনি বিপজ্জনক প্রমাণিত হতে পারেন। সে দেখিয়েছেন কী করতে পারেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball