'পিএসএলের মানের টুর্নামেন্ট করাও আমাদের জন্য কঠিন'

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে হারানোর পরিকল্পনায় পাকিস্তানের ভরসা বিপিএল খেলা ক্রিকেটাররা

১৯ জুলাই ২৫
বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ধরা হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে। এখন সময় বদলে গেছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকেও মানের দিক থেকে পিছিয়ে পড়েছে বিপিএল।


এখন পিএসএলের মানের টুর্নামেন্ট করাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য কঠিন কাজ হয়ে গেছে। মূলত কারিগরি সুবিধা ও সম্প্রচার মানে পিএসএল ও সিপিএলের ধারে কাছেও নেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।


promotional_ad

এমনকি বিদেশি ক্রিকেটারদের আগ্রহের কেন্দ্রেও বিপিএলের নাম আসে সবার পরে। নিজেদের এমন ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবুও নিজেদের সাধ্যের মধ্যে সেরা টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

এ প্রসঙ্গে মল্লিক বলেন, 'তখন কিন্তু এতগুলো টুর্নামেন্ট হতো না। সে জায়গায় আমরা ভালো অবস্থায় চলে গিয়েছিলাম। এখন বিশ্বে অনেকগুলো ভালো টুর্নামেন্ট চলে এসেছে। সিপিএল হচ্ছে, পিএসএল হচ্ছে, বিগ ব্যাশ হচ্ছে, ইউএই লিগ এলো, সাউথ আফ্রিকা করছে, সামনে শ্রীলঙ্কা করবে। এটা তুলনা করা কঠিন। আমরা চাই আমাদের ঘরোয়ার মধ্যে অন্যতম সেরা টুর্নামেন্ট করতে চাই। আগের প্যারামিটার দিয়ে বলতে পারব না আমরা একেবারে আইপিএলে মানের বা পিএসএলের যে মানে করতে যায় সেটা আমাদের জন্য করা এই মুহূর্তে কঠিন হবে।'


বিপিএল শুরু হয়েছিল ২০১২ সালে। এর চার বছর পর শুরু হয় পিএসএল। এরপর থেকে প্রতি বছরই নিয়মিত নতুন নতুন ব্যবস্থাপনা নিয়ে হাজির হয়েছে পিএসএল। সেই সঙ্গে টিভি স্বত্ব থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে বিপিএলের সম্প্রচার নিয়ে টুর্নামেন্ট শুরু আগে পর্যন্ত ধোঁয়াশা থেকেই যায়। সেই সঙ্গে জিঙ্ক বেল, এলইডি স্টাম্প ও স্পাইডার ক্যাম থাকবে কিনা সেটাই হয়ে দাঁড়ায় সমর্থকদের চিন্তার কারণ।


এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভিন্ন প্রক্রিয়ায় যেতে হবে বিসিবিকে। সেই সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে সুবিধা না থাকাও দলগুলোর জন্য বড় সমস্যা। নিজেদের ঘাটতির কথা উল্লেখ্য করে মল্লিক বলেন,  'কারণ এটা অনেক খরচের ব্যাপার। তাহলে একেকটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে হবে অনেক টাকায়। আমাদের অন্য মডেলে যেতে হবে। এখন পর্যন্ত হোম এন্ড অ্যাওয়েতেই যেতে পারি না। আমাদের ভেন্যু রেডি না এজন্য। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ঘরোয়া টুর্নামেন্ট করতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball