চাপের মাঝে ব্যাটিং করতে ভালো লাগে আফিফের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ম্যাচ হেরে মিরপুরের উইকেটের সমালোচনা করলেন সালমান

৩০ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানো বাংলাদেশের ক্রিকেটের নিত্যদিনের চিত্র। শক্তিমত্তায় পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও বদলায়নি প্রেক্ষাপট। তাতে অনুমেয়ভাবেই ইনিংস গোছানোর দায়িত্বটা পড়ে আফিফ হোসেন ধ্রুবর কাঁধে। মাত্র সাড়ে বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার হলেও দারুণভাবে চাপ সামলেছেন তিনি। 


শেষে দিকে নুরুল হাসান সোহানকে সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি। আফিফের ক্যারিয়ার সেরা অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলার দিনে লড়াইয়ের মতো পুঁজি পেয়েছিল বাংলাদেশ। চাপের মাঝে খেললেও  সেটার প্রভাব পড়তে দেননি নিজের ব্যাটিংয়ে। ম্যাচ শেষে আফিফ জানালেন, চাপের ব্যাটিং করতে ভালো লাগার কথা।


promotional_ad

এ প্রসঙ্গে আফিফ বলেন, ‘চাপের মধ্যে ব্যাট করতে আমার ভালোই লাগে। আজ ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছি। ভালো লাগছে যে সফল হতে পেরেছি।’


ক্যারিয়ারে ৫০ টি-টোয়েন্টি খেলে ফেললেও খুব বেশি সময় উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পাননি আফিফ। বেশিরভাগ সময়ই ব্যাটিং করতে হয়েছে ৬ নম্বরে। অথচ ক্যারিয়ারের সবচেয়ে বেশি গড় ৪ নম্বরে। ৪৬.৬০ গড়ে রান তোলা আফিফ চারে নেমে ৭ ম্যাচে করেছেন ২৩৩ রান। 


লম্বা সময় চারে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ায় সেখানে ব্যাটিংয়ের সুযোগ মিলেছে আফিফের। সেটা দারুণভাবে কাজেও লাগিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সামনের ম্যাচেও রান পাওয়ার আশার কথা জানিয়েছেন তিনি।


আফিফ বলেন, ‘কয়েকজন সিনিয়র না থাকলেও বাড়তি কোনো চাপ অনুভূব করিনি। আমরা সব সময় নিজেদের সেরা একাদশ নিয়ে খেলি। আশা করি সামনের ম্যাচেও রান পাব।’


এদিকে টপ অর্ডাররা ব্যর্থ হলেও আশাহত হচ্ছেন না আফিফ। তিনি বলেন, ‘শুরুতে উইকেট একটু কঠিন ছিল। বল গ্রিপ হচ্ছিল। টপঅর্ডার ভালো করতে পারেনি, পরের ম্যাচে ইনশাআল্লাহ করবে। এটা সমস্যা নয়। আমি আর সোহান ভাই ব্যাট করার সময় আস্তে আস্তে উইকেট ভালো হচ্ছিলো দেখে আমরা আরও ভালো ব্যাটিং করতে পেরেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball