আগামী ৩ বিপিএলের ৭ দলের মালিকানা চূড়ান্ত

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল আসরে অংশ না নিলেও বিপিএলে ফিরেছে বসুন্ধরা গ্রুপ। তবে বেক্সিমকো গ্রুপ ও জেমকন খুলনা থাকছে না আগামী ৩ আসরেও।


গেল আসরের রানার্স আপ ফরচুন বরিশাল থাকছে আগামী ৩ আসরেও। খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি গ্রুপ। গেল আসরে তারাই ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায়। সিলেটের জায়গায় প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড মালিকানা পেয়েছে ঢাকার।


ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড পেয়েছে সিলেটের মালিকানা। বসুন্ধরা গ্রুপ বিপিএলে ফিরেছে পুরনো মালিকানা রংপুরে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকছে ডেল্টা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ)। গেল বারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। তারাই গত কয়েক আসরে দলটি পরিচালনা করেছে।


promotional_ad

বিসিবির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে বিপিএলের নবম আসর। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। দশম আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। একাদশ আসরের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি। যা শেষ হবে ১১ ফেব্রুয়ারি।


তিন আসরেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিকের নিরাপত্তা বাবদ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে দিতে হচ্ছে সাড়ে ৮ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ গুনতে হবে আরও দেড় কোটি টাকা। সব মিলিয়ে ১০ কোটি টাকা দিতে হবে দল গঠন কিংবা আসর শুরুর দলীয় প্রস্তুতির আগেই।


বিপিএলে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের আবেদনপত্র চেয়ে গত ২ আগস্ট দরপত্র প্রকাশ করে বোর্ড। সুনির্দিষ্ট গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়েছিল, টুর্নামেন্ট শুরুর আগে সাড়ে ৮ কোটি টাকার নিশ্চয়তা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। ৩০ আগস্ট পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলে অংশ নেওয়ার আবেদনের সুযোগ পেয়েছিলেন, সেই সময়সীমা অনুযায়ী মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি বিপিএলে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।


৭ ফ্র্যাঞ্চাইজি হলো:


ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড-বরিশাল
মাইন্ডট্রি লিমিটেড- খুলনা
প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড- ঢাকা
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড- সিলেট
টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ)- রংপুর
ডেল্টা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ)- চট্টগ্রাম
কুমিল্লা লিজেন্ডস লিমিটেড- কুমিল্লা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball