শার্লি ডেনকে 'মানকাড' আউট, হারমানপ্রীত বলছেন খেলারই অংশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
৩ ঘন্টা আগে
কদিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিজ্ঞপ্তি দিয়ে 'মানকাড' আউটকে বৈধতা দিয়েছে। এরই মধ্যে শনিবার শার্লি ডেনকে মানকাড আউট করে আলোচনার জন্ম দিয়েছেন দিপ্তি শর্মা।
আউট হওয়ার পর ডেনের কান্না ভেজা চোখ ক্রিকেট ভক্তদের হৃদয়ে নাড়া দিয়েছে। এদিন লর্ডসে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইংল্যান্ড। ১১৮ রানে নবম উইকেট হারালেও জয়ের পথেই ছিল ইংলিশরা।

উইকেটে ছিলেন ফ্রেয়া ডেভিস ও ডেন। শেষ ৭ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৭ রান, স্ট্রাইকে তখন ডেভিস। অফ স্পিনার দীপ্তি শর্মা তৃতীয় বলটি করতে গিয়ে থেমে যান। নন-স্ট্রাইকে থাকা ডেন তখন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে স্টাম্প ভেঙে দেন দীপ্তি।
‘পান্তকে ভয় পায় ইংল্যান্ড’
৫ ঘন্টা আগে
এর ফলে ডেনের ইনিংস থামে ৮০ বলে ৪৭ রান করে। ইংল্যান্ড ম্যাচ হেরে যায় ১৬ রানে। এর মধ্যে দিয়ে ভারত ইংলিশদের হোয়াইটওয়াশ ৩-০ ব্যবধানে। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর জানিয়েছেন, এটা খেলারই অংশ।
তিনি বলেন, 'এটা খেলারই অংশ। আমরা নতুন কিছু করিনি। আইসিসির রুলসেই এটা আছে এবং এটাই আপনাদের প্রশ্নের উত্তর দেবে। আমি আমার প্লেয়ারদের পাশে দাঁড়াচ্ছি এবং দিন শেষে জয় জয়ই।'
ইংল্যান্ড শিবিরে অবশ্য হতাশা বইছে। অলরাউন্ডার জর্জিয়া এলিস বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে অংশ নিয়ে জানিয়েছেন এই আউটটি ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচটিকে ম্নান করে দিয়েছে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, ভারতীয়রা কীভাবে ভাবল যে উইকেটটা এভাবে নিতে হবে? ডিন কোনো সুবিধা নেওয়ার জন্য এগিয়ে যায়নি। খুবই অদ্ভুত লেগেছে ব্যাপারটি। এ ঘটনা ঝুলনের বিদায়ের মুহূর্তটিকে ম্লান করে দিয়েছে।’