অলরাউন্ড নৈপুণ্যে গায়ানাকে প্লে-অফে তুললেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি

১৮ জুলাই ২৫
মায়ামি ব্লেজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের খেলা প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেও তৃতীয় ম্যাচেই ছন্দ খুঁজে পেয়েছেন সাকিব আল হাসান। একইসঙ্গে বল হাতেও পেয়েছেন তিন উইকেট। ব্যাটে বলে তার অসাধারণ পারফরম্যান্সে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।


প্রথম ছয়টি ম্যাচে মাত্র এক জয় পেয়েছিল গায়ানা। কিন্তু সাকিব যোগ দেয়ার পর তিনটি ম্যাচেই জিতে নিয়েছে তারা। আর তাই ৯ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে দলটি।


promotional_ad

একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। এই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ত্রিনবাগো। রবিবার ভোরে শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাটিং করে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। তারপর তার চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩টি উইকেট।


আরো পড়ুন

নাইট রাইডার্সে সিমন্সের স্থলাভিষিক্ত ব্রাভো

২০ জুন ২৫
ডোয়াইন ব্রাভো

এমনকি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন সাকিব। সরাসরি থ্রো'য়ে একটি রানআউটও করেন তিনি। সাকিবের দল করে ছয় উইকেটে ১৭৩ রান। ৪২ বলে ৬০ রান করেন দলটির ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।


শেষদিকে ১৪ বলে ২৩ রান করেন শিমরন হেটমায়ার, ৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন ওডেন স্মিথ। জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স করে ১৩৬ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সামিট প্যাটেল।


গায়ানার হয়ে বোলিংয়ে সাকিব ছাড়াও সফল হন জুনিয়র সিনক্লেয়ার এবং ইমরান তাহির। দুজনই নেন দুটি করে উইকেট। দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball