অলরাউন্ড নৈপুণ্যে গায়ানাকে প্লে-অফে তুললেন সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি
১৮ জুলাই ২৫
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের খেলা প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেও তৃতীয় ম্যাচেই ছন্দ খুঁজে পেয়েছেন সাকিব আল হাসান। একইসঙ্গে বল হাতেও পেয়েছেন তিন উইকেট। ব্যাটে বলে তার অসাধারণ পারফরম্যান্সে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
প্রথম ছয়টি ম্যাচে মাত্র এক জয় পেয়েছিল গায়ানা। কিন্তু সাকিব যোগ দেয়ার পর তিনটি ম্যাচেই জিতে নিয়েছে তারা। আর তাই ৯ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে দলটি।

একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। এই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ত্রিনবাগো। রবিবার ভোরে শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাটিং করে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। তারপর তার চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩টি উইকেট।
নাইট রাইডার্সে সিমন্সের স্থলাভিষিক্ত ব্রাভো
২০ জুন ২৫
এমনকি ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন সাকিব। সরাসরি থ্রো'য়ে একটি রানআউটও করেন তিনি। সাকিবের দল করে ছয় উইকেটে ১৭৩ রান। ৪২ বলে ৬০ রান করেন দলটির ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
শেষদিকে ১৪ বলে ২৩ রান করেন শিমরন হেটমায়ার, ৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন ওডেন স্মিথ। জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স করে ১৩৬ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সামিট প্যাটেল।
গায়ানার হয়ে বোলিংয়ে সাকিব ছাড়াও সফল হন জুনিয়র সিনক্লেয়ার এবং ইমরান তাহির। দুজনই নেন দুটি করে উইকেট। দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হন সাকিব।