পুরো বিশ্বকে নিজেদের উন্নতি দেখাতে চান নিগার সুলতানা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া

১৮ জুন ২৫
সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, আইসিসি

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিটও পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।


বাংলাদেশের মেয়েদের এবারের লক্ষ্য আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন আরও বড় লক্ষ্যের কথা। দল হিসেবে নিজেরা কতটা উন্নতি করেছেন সেটা পুরো ব???শ্বকে দেখাতে চান নিগার সুলতানা।


promotional_ad

এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’


আরো পড়ুন

ম্যাচ হেরে মিরপুরের উইকেটের সমালোচনা করলেন সালমান

২২ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গে জিতলেও থাইল্যান্ডের বিপক্ষে খানিকটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১৩ রানের পুঁজি পেয়েছিল তারা। তবে শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ নিজেদের করে নেয় নিগার সুলতানার দল।


পুরো টুর্নামেন্টে বাংলাদেশের খেলা বেশ খুশি তিনি। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ টানটান উত্তেজনার হলেও নিজেদের প্রতি বিশ্বাস ছিল বলে জানান নিগার সুলতানা। ম্যাচ শেষে বোলার ও ফিল্ডারদের প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক।


নিগার সুলতানা বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’


আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball