রোহিতদের ফিটনেস নিয়ে খোঁচা দিলেন দিলেন বাট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৩ ঘন্টা আগে
আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২০৮ রান করেও জিততে পারেনি ভারত। বিশেষ করে বোলারদের পারফরম্যান্সই এই ম্যাচে ডুবিয়েছে রোহিত শর্মার দলকে। এই হারের পর ভারতের ব্যর্থতার বিভিন্ন কারণ তুলে ধরছেন সমালোচকরা।


পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট মনে করেন ভারতের ক্রিকেটারদের ফিটনেস ঠিক নেই। বেশ কয়েকজন ক্রিকেটারের ওজন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে সমালোচনার বাইরে রেখেছেন তিনি।


promotional_ad

নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ‘আমি মনে হয় না, কেউ এটা নিয়ে কথা বলবে। তবে ভারতের টিমের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াসহ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিলে, ফিটনেসের দিক থেকে ভারত একেবারেই শক্তিশালী নয়। ভারতের মূল খেলোয়াড়দের খেলতে হলে যতটা ফিটনেস দরকার, একেবারেই নেই। তারা তলানিতে রয়েছে।’


আরো পড়ুন

ইনজুরিতে দেশে ফিরেছেন শর্ট, বদলি ম্যাকগার্ক

১১ ঘন্টা আগে
ম্যাট শর্ট (বামে) ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক (ডানে), ফাইল ফটো

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ সময়ে তিনটি ক্যাচ মিস করেছেন ভারতের ফিল্ডাররা। এর মধ্যে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুলও রয়েছে। রাহুলের সেই ক্যাচ মিসেরও কড়া সমালোচনা করেছেন বাট। তিনি মনে করেন 


তিনি আরও যোগ করেছেন, ‘রাহুল যে ক্যাচটি ফেলেছিল, দেখে মনে হচ্ছিল সে বলের দিকে অলসভাবে দৌড়াচ্ছে। অক্ষর প্যাটেলও একই ভাবে ক্যাচ ছেড়েছে। এ ভাবে তাড়?? করতে গিয়ে ক্যাচ ড্রপ করলে ব্যাটসম্যানরা সুযোগ দেবে না। বিশ্বকাপের আগে ভারতের হয়ে খেলোয়াড়দের ফিটনেস এবং বোলিং চিন্তার বিষয়। অস্ট্রেলিয়ায় ফিল্ডিং এবং থ্রো করার ক্ষমতা খুব ভালো হওয়া উচিত। এটা ভারতের জন্য ভালো লক্ষণ নয়।’


ভারতের ক্রিকেটারদের ফিটনেস না থাকার কারণ ব্যাখ্যা করে বাট বলেন, ‘ভারতের খেলোয়াড়দের ফিট না থাকার কারণগুলি হল, ওরা বিশ্বের সবচেয়ে বেশি বেতন পায়, ওরাই সবচেয়ে বেশি ক্রিকেট খেলে। যদি ফিটনেসের বিচারে অন্যান্য দলের সঙ্গে তুলনা করা হয়, তা হলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো ফিট নয় ভারত। এটি এশিয়ান দলগুলির মধ্যেও যোগ্যতম নয়। কিছু খেলোয়াড়কে ঢিলেঢালা মনে হচ্ছে, কারও ওজন বেশি। ভারতকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball