নিজ দেশের লিগে দল না পেয়ে হতাশ বাভুমা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল

২০ জুন ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরছে সাউথ আফ্রিকা

সাদা বলের ক্রিকেটে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তিনি। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেও নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সাউথ আফ্রিকা টোয়েন্টিতে দল পাননি বাভুমা। নিজ দেশের লিগে দল না পাওয়ায় হতাশ তিনি।


সাউথ আফ্রিকা টোয়েন্টিতে বাভুমার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার র‌্যান্ড। নিলামে প্রথমবার নাম উঠলেও তাকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি কেউ। নিলামের শেষ দিকে আরও একবার তোলা হয় বাভুমার নাম। তবে দেখা যায়নি ভিন্নতা। কেউ আগ্রহ না দেখালে শেষ পর্যন্ত অবিক্রিত থাকতে হয় সাউথ আফ্রিকার অধিনায়ক।


promotional_ad

এমন কাণ্ডের পর অবাক হয়েছেন বেশিরভাগ সমর্থকরা। অনেকেই প্রশ্ন তুলেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক নির্বাচন নিয়ে। দল না পাওয়ায় হতাশ হয়েছেন বাভুমা নিজেও। ভারত সফরে যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের হতাশার কথা জানিয়েছেন এই প্রোটিয়া অধিনায়ক। 


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

এ প্রসঙ্গে বাভুমা বলেন, ‘এটা মিথ্যা বলা হবে আমি যদি বলি যে আমার হতাশার অনুভূতি নেই। আমি অবশ্যই এই টুর্নামেন্টের সঙ্গে থাকার আশা করেছিলাম। আমার দিক থেকে অবশ্যই এটি হতাশার। এটি আমাকে মানসিকভাবে হতাশ করে দিয়েছে। আমার মনে হয় না এ নিয়ে কথা বলার এখতিয়ার আছে।’


বাভুমার দল না পাওয়া নিয়ে কথা বলেছেন ল্যান্স ক্লুজনারও। ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ মনে করেন, সাউথ আফ্রিকার ভালো ক্রিকেটার হলেই বিশ্ব ক্রিকেটে স্বীকৃতি পাওয়া যাবে ব্যাপারটা এমন নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিযোগিতার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।


ক্লুজনার বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক। এখানে জায়গাগুলোর জন্য অনেক প্রতিযোগিতা। এটা দেখায় যে আপনি যদি সাউথ আফ্রিকার ভালো ক্রিকেটার হন তার মানে এই নয় বিশ্ব জুড়ে আপনার স্বীকৃতি রয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball