কিংয়ের সেঞ্চুরির পরও সাকিবদের জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি

১৮ জুলাই ২৫
মায়ামি ব্লেজ

ব্যাট হাতে নিষ্প্রভ সাকিব আল হাসান বল হাতেও প্রথম তিন ওভারে ছিলেন খরুচে। তবে নিজের শেষ ওভারে দারুণ বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জেতাতে সহায়তা করেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাতে ব্রেন্ডন কিংয়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও গায়ানার কাছে ১২ রানে হেরেছে জ্যামাইকা তালাওয়াশ।


গায়ানায় ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় কিং বাদে দলের বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। কেনার লুইস ১৩ এবং কার্ক ম্যাকেঞ্জি ১৫ রান করে ফিরলে জ্যামাইকাকে একাই টেনে নেন কিং। অধিনায়ক রভম্যান পাওয়েল, রেইমন রেফারদের কেউই দুই অঙ্কের ছুঁতে পারেননি। 


promotional_ad

৭ ছক্কা ও ৮ চারে সেঞ্চুরি তুলে নিয়ে জ্যামাইকা জয়ের পথেই রেখেছিলেন কিং। তবে শেষ ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। ২০তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ৬৪ বলে সেঞ্চুরি পূর্ণ বাঁহাতি এই ব্যাটার। তবে ওভারের তৃতীয় বলে রান আউটে কাটা পড়ে ফিরলে ভেস্তে যায় জ্যামাইকার জয়ের স্বপ্ন।


আরো পড়ুন

রংপুরকে হারিয়ে জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা

১৯ জুলাই ২৫
জিএসএল

বল হাতে এদিন অবশ্য শুরু থেকেই খরুচে ছিলেন সাকিব। বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা খাওয়া সাকিব প্রথম তিন ওভারে দিয়েছিলেন ২৮ রান। তবে ১৬তম ওভারে বোলিংয়ে এসে সেটা পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেই ওভারে মাত্র ২ রান দেয়ার সঙ্গে ফেরান ফ্যাবিয়ান অ্যালেনকে। তাতে ১ উইকেট নিতে ৪ ওভারে সাকিবের খরচ ৩০ রান।


এর আগে চারে ব্যাটিং করতে নামা সাকিব ছিলেন নিষ্প্রভ। তাবরাইজ শাসমির বদলি হিসেবে গায়ানায় যোগ দেয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল্ডেন ডাক মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ইমাদ ওয়াসিমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে শূন্য রানে ফেরেন তিনি। তবে শেই হোপ, ওডিন স্মিথ ও কিমো পলের ঝড়ো ইনিংসে ১৭৮ রানের পুঁজি পেয়েছিল গায়ানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball