সতীর্থদের কোচিং করাতে দেখা যেতে পারে ব্রড-অ্যান্ডারসনকে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন
১৬ জুলাই ২৫
কদিন আগেই বয়স ৪০ পেরিয়েছে জেমস অ্যান্ডারসনের। ইংল্যান্ডের সফলতম পেস জুটির আরেক পেসার স্টুয়ার্ট ব্রড ছুঁয়েছেন ৩৬। হু হু করে বয়স বাড়লেও ভাটা পড়েনি তাদের দুজনের পারফরম্যান্সে। তরুণদের সঙ্গে পাল্লা দিয়েও ইংল্যান্ডকে কক্ষ পথে রাখছেন অ্যান্ডারসন-ব্রড।
অভিজ্ঞতায় ঠাসা এই দুই পেসারকে ভিন্ন ভূমিকায় ব্যবহার করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসছে বছর থেকে ক্রিকেট খেলার পাশপাশি সতীর্থ পেসারদের কোচিংও করাবেন ব্রড-অ্যান্ডারসন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।

ঘরোয়া ক্রিকেটে প্রায়শই ক্রিকেটার কাম কোচের প্রচলন রয়েছে। তবে এই যুগে জাতীয় দলে এমন ভূমিকায় তেমন কারও বিচরণ নেই। যদিও ব্রড এবং অ্যান্ডারসনকে ঘিরে এমন পরিকল্পনাই সাজাচ্ছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। পরের বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
৮ জুলাই ২৫
যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। সেই সিরিজ থেকেই নতুন ভূমিকায় দেখা যেতে পারে অ্যান্ডারসন-ব্রড জুটিকে। সতীর্থ পেসার অলি রবিনসন, ম্যাথু পটদের পরার্শক হিসেবে কাজ করবেন তারা দুজন। বর্তমানে কোচিংয়ের দায়িত্বে থাকা জন লুইসকে দেখা যাবে খেলোয়াড় তৈরিতে কাজ করতে।
বয়স বাড়লেও এখনও যে ব্রড-অ্যান্ডারসনের পারফরম্যান্সে ভাটা পড়েনি সেটির প্রমাণ মিলেছে সর্বশেষ গ্রীষ্ম মৌসুমে। যেখানে ৭ ম্যাচ খেলা ব্রড নিয়েছেন ২৯ উইকেট। আরেক পেসার অ্যান্ডারসনের উইকেট ৬ ম্যাচে ২৭টি। এখন পর্যন্ত দুজনে একসঙ্গে খেলা ম্যাচে তাদের উইকেট ৯৯৭টি।