নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মেন্টর যুবরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড়াতে বলতেন যুবরাজের বাবা

২৮ মার্চ ২৫
যুবরাজ সিং (বামে) এবং রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো

আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন দুই দল। দুটি দলই যুক্তরাষ্ট্রভিত্তিক। এর মধ্যে একটি দলের নাম মরিসভিলে সাম্প আর্মি আরেকটি দলের নাম রাখা হয়েছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।


স্ট্রাইকার্সরা তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে কাইরন পোলার্ডকে। দলটিতে আরও খেলবেন ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। এরই মধ্যে তারা দলে নিয়েছে পাকিস্তানের মারকুটে ব্যাটার আজম খান ও আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে।


promotional_ad

স্ট্রাইকার্সের মেন্টর হিসেবে এরই মধ্যে যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে টি-টেনে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন যুবরাজ। এবার একই লিগে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের এই সাবেক অলরাউন্ডারকে।


এদিকে মরিসভিলের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছে ডেভিড মিলার। দলটিতে আরও খেলবেন অ্যানরিক নরকিয়া, মইন আলী ও শিমরন হেটমায়ারের মতো টি-টোয়েন্টি মাতানো ক্রিকেটাররা। 


আগামী ২৩ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে টি-টেনের এবারের আসর। নতুন এই দুই দল যোগ দেয়ায় আবুধাবি টি-টেন লিগে মোট দলের সংখ্যা এখন ৮টি। নতুন এই দুই দলকে স্বাগত জানিয়েছেন টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজি উল মালিক।


তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র থেকে আসা নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে আবিধাবি টি-টেন পরিবারের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমাদের লক্ষ্য টি-টেনকে বৈশ্বিক ক্যালেন্ডারে বিশেষ স্থানে নিয়ে যাওয়া। টি-টেনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমাদের বর্তমান দর্শক ৩৪২ মিলিয়ন। আমরা সেটাও আরও বাড়িয়ে নিতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball