র‌্যাঙ্কিংয়ে জ্যোতি-সালমা-শামিমার উন্নতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া

১৮ জুন ২৫
সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা জ্যোতি। এক হাফ সেঞ্চুরিতে করেছেন দলের সর্বোচ্চ রানও। এমন পারফরম্যান্সের পর আইসিসির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জ্যোতির। আইসিসির প্রকাশিত নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে রয়েছেন জ্যোতি।


আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে এক ছক্কা ও ১০ চারে ৫৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে জ্যোতি খেলেছিলেন ৩৪ রান। এমন পারফরম্যান্সের পরই অবশ্য ২৩ নম্বরে উঠে এসেছেন এই উইকেটকিপার ব্যাটার। 


promotional_ad

ব্যাটারদের মাঝে ৬ ধাপ উন্নতি হয়েছে শামিমা সুলতানার। ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৭২ নম্বরে রয়েছেন ডানহাতি এই ওপেনার। যেখানে তার সঙ্গী রেবেকা ব্ল্যাক। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৮ রান করা শামিমা স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন ৭ রান। তাতেই ৬ ধাপ এগিয়েছেন শামিমা।


ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা অপরিবর্তিত রয়েছে সালমা এবং ফারজানা হকের। এদিকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সালমার। দুই ধাপ উন্নতি হওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডার রয়েছেন সাত নম্বরে। সালমার রেটিং পয়েন্ট ২৭৩। 


ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯১ রানে আউট হওয়া স্মৃতি মান্ধানারও উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে এসেছেন ভারতের এই ওপেনার। যথারীতি শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball