আমি এখনও কাঁপছি, চড়া দামে বিক্রি হওয়ার পর স্টাবস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘অপরাজেয়’ দিল্লির নায়ক রাহুল, ঘরে আবারও বেঙ্গালুরুর হার
১০ এপ্রিল ২৫
ব্যাট হাতে ঝড় তুলতে বেশ পারদর্শী ট্রিস্টিয়ান স্টাবস। সাউথ আফ্রিকার তরুণ এই ক্রিকেটারকে নিয়ে দেশটির নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামেও যেন খানিকটা ঝড় বয়ে গেল। বেশ কয়েকটি দলের কাড়াকাড়ি শেষে ৯.২০ মিলিয়ন সাউথ আফ্রিকান র্যান্ডে স্টাবসকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ।
যা বাংলাদেশ মুদ্রায় প্রায় ৫ কোটি ৩৮ লাখ টাকা। এমন চড়া দামে বিক্রি হওয়ার খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না তরুণ এই মারকুটে ব্যাটার। ব্রডকাস্টার্সদের সঙ্গে আলাপকালে স্টাবস জানিয়েছেন তিনি এখনও কাঁপতেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সুযোগ পেয়েছিলেন স্টাবস। টাইমাল মিলসের ইনজুরিতে কপাল খুলেছিল তার। এরপর সাউথ আফ্রিকার হয়েও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কদিন আগে মাতিয়েছেন দ্য হান্ড্রেড।
এদিকে সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন স্টাবস। ব্যাট হাতে ঝড় তুলতে পারা এই ব্যাটারকে পেতে তাই ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ি করতে হয়েছে। মাত্র ১ লাখ ৭৫ হাজার র্যান্ড ভিত্তিমূল্য ধরা হলেও সেটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৯.২০ মিলিয়ন র্যান্ড।
স্টাবসকে দলে পেতে লড়াই করেছে পার্ল রয়্যালস, জোবার্গ সুপার কিংস, এমআই ক্যাপ টাউন এবং সাইরাইজার্স। তবে সবাইকে হটিয়ে শেষ পর্যন্ত স্টাবসে দলে নেয় সানরাইজার্স। দল পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে স্টাবস বলেন, ‘এটা দারুণ ব্যাপার। আমি এখনও কাঁপছি।’
সাউথ আফ্রিকা টোয়েন্টির নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ৬.৯০ মিলিয়ন র্যান্ডে বিক্রি হয়েছেন রাইলি রুশো। বাঁহাতি এই ব্যাটারকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। বাঁহাতি পেসার মার্কো জেনসেন পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৬.১০ র্যান্ড। তাকে দলে নিয়েছে সানরাইজার্স।