ভালো উইকেট বানাতে কিউরেটরদের প্রশিক্ষণ দেবে বিসিবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুরের বাইরে টি-টোয়েন্টি চান মিরাজ
১১ এপ্রিল ২৫
সম্প্রতি দেশী কোচদের নিয়ে বায়োমেকানিকস ওয়ার্কশপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে কোচদের তিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন ভারতের একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক। মূলত বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়নের জন্যই বিসিবির এমন উদ্যোগ। তবে শুধুই কোচিং নয়, বিসিবি এবার নজর দিয়েছে উইকেটের দিকেও।
মূলত উইকেট বানানোর গুরু দায়িত্ব থাকে একজন কিউরেটরের কাঁধে। চাওয়া মতো উইকেট বানাতে পারলে তারা যেমন কৃতিত্ব পান, তেমনি সমালোচনাও শুনতে হয়। এই যেমন, অনেক সময় মিরপুরের স্লো উইকেটের দায় দেয়া হয় গামিনি ডি সিলভাকে।
আর সাম্প্রতিক সময়ে ব্যাটারদের বাজে পারফরম্যান্সের পেছনে এই স্লো উইকেটের দায় দিয়েছেন অনেকেই। তাই বাউন্সি আর ব্যাটিং বান্ধব উইকেট বানাতে এবার মরিয়া বিসিবি। ভালো উইকেট বানাতে লম্বা পরিকল্পনা হাতে নিয়েছে তারা। আর এরই অংশ হিসেবে কিউরেটরদের দক্ষতা বাড়াতে চায় বোর্ড।

পিচ কিউরেটরদের দক্ষতা উন্নয়নে নিউজিল্যান্ড থেকে একজন উইকেট বিশেষজ্ঞ এনেছে বিসিবি। কোচদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণের পাশাপাশি ঢাকার বাইরের মাঠগুলোও পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট।
নির্বাচকদের সুনজরে সোহান
১৬ জুলাই ২৫
এ প্রসঙ্গে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, 'সে (আয়ান ম্যাকেন্ড্রি) খুব অভিজ্ঞ একজন, নিউজিল্যান্ডের প্রতিটি মাঠ সে তদারকি করে। জ্ঞানের দিক থেকে সে খুবই ভালো। আজকে উনি বাংলাদেশে আসছেন। প্রথমে আমরা উনাদের ভেন্যুগুলো ঘুরিয়ে দেখাবো। কালকে আমরা যাবো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তারপর সেখান থেকে চলে যাবো কক্সবাজার।'
শুধুই মিরপুর নয় ঢাকার বাইরের স্টেডিয়ামগুলোতেও মনযোগ দিয়েছে বিসিবি। বিশেষ করে, কক্সবাজার এবং সিলেট স্টেডিয়ামের উইকেট পরিদর্শ করবেন আয়ান ম্যাকেন্ড্রি। এরপর ঢাকায় ফিরে আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর কিউরেটর এবং গ্রাউন্ডস সংশ্লিষ্টদের নিয়ে ওয়ার্কশপ করবেন তিনি।
বাতেন বলেন, '২১ তারিখ আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরবো। ২২ তারিখ সিলেট পরিদর্শনে যাবে। সেখান থেকে ফিরে…আমাদের মূলত যে কোর্স, ওয়ার্কশপ সেটা ২৩ ও ২৪ সেপ্টেম্বর। সারা বাংলাদেশ থেকে আমাদের কিউরেটর, সহকারী কিউরেটর, গ্রাউন্ডস প্রধান যারা উইকেট এবং আউটফিল্ডের সাথে জড়িত তাদের নিয়ে ওয়ার্কশপটা হবে।'
'তাকে এনেছি কারণ নিউজিল্যান্ড যে ধরণের উইকেট ও আউটফিল্ড তৈরি করে এ সমস্ত কিছুর সাথে আমরা যে পদ্ধতি অবলম্বন করি এটার সাথে আমরা তুলনা করবো। মাঠগুলো পরিদর্শনের মাধ্যমে উনার বাস্তবিক একটা অভিজ্ঞতা হবে। নিউজিল্যান্ডে উইকেট কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো।'-আরও যোগ করেন বাতেন।