নেটে ভালো করেও সুযোগ পেতেন না উমেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৭ ঘন্টা আগে
আইসিসি

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরেছেন উমেশ যাদব। তবে মাঝে কয়েক বছর ছিলেন রাডারের বাইরে। এই সময়ে অনুশীলনে কিংবা ঘরোয়া লিগে ভালো খেললেও তা কারও নজরে পড়েনি এমনটাই দাবি এই পেসারের।


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন মোহাম্মদ শামি। তবে কোভিড আক্রান্ত হওয়ায় সিরিজ থেকে ছিটকে যান এই অভিজ্ঞ পেসার। শামির চোটে কপাল খুলে উমেশের। দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও ভারতের স্কোয়াডে ফেরেন তিনি।


promotional_ad

জাতীয় দল থেকে বাদ পড়ার সময়টায় অবশ্য নিজেকে নিয়ে বেশ কিছু কাজ করেছেন উমেশ। বিশেষ করে নতুন বলে সুইং আদায় করায় আরও দক্ষ হয়ে উঠেছেন তিনি। তাছাড়া লাইন-লেন্থ এবং বাউন্সারেও বেশ মনযোগী তিনি। তবে অনুশীলনে স্পষ্ট উন্নতি করার পরও জাতীয় দলে তিনি সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে অজিদের বিপক্ষে সিরিজে নির্বাচকদের নজর পড়েছে তার উপর।


উমেশ বলেন, 'আইপিএলের ২০২০ আসরে আরসিবির হয়ে খেলার পর থেকে আমি সাদা বলের কোনো ম্যাচ খেলিনি। আমি ভালো করেছিলাম, অনুশীলনেও ভালো করেছি, কিন্তু আমি (জাতীয় দলে) সুযোগ পাইনি। আমি নেটে কেমন করেছি, তা নিয়ে কেউ চিন্তা করেনি।'


লম্বা সময় পর জাতীয় দলে ফেরার পেছনে তার সর্বশেষ আইপিএলের পারপফরম্যান্স বিবেচনায় এসেছে। যেখানে তিনি বল হাতে কলকাতা নাইট রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আসরে ১২ ম্যাচ খেলে শিকার করেছিলেন ১৬ উইকেট। আর ওভার প্রতি রান খরচ করেছেন সাতের একটু বেশি।


উমেশ বলেন, 'আইপিএলের ২০২২ আসরে কেকেআরের হয়ে সুযোগ পেয়ে আমি কতটা ভালো করেছি, তা সবাই দেখেছিল। মানুষ বুঝতে পেরেছে যে, অবসর সময়ে আমি বসে ছিলাম না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball