‘অস্ট্রেলিয়া বিশ্বকাপের চেয়েও গুরুত্বপূর্ণ শাহীন আফ্রিদি’

শাহীন আফ্রিদি (বায়ে), আকিভ জাভেদ (ডানে)
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়

১৬ এপ্রিল ২৫
লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে আবারও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন

চোটের কারণে কদিন আগে এশিয়া কাপে খেলতে পারেননি শাহীন শাহ আফ্রিদি। পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে বাঁহাতি এই পেসারকে। বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করা শাহীন আফ্রিদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ না খেলার পরামর্শ দিয়েছেন আকিভ জাভেদ।


অভিষেকের পর থেকেই বল হাতে বাজিমাত করছেন শাহীন আফ্রিদি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ের সেরা পেসারদের একজন হিসেবে। চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারায় তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। 


promotional_ad

শাহীন আফ্রিদির পুনবার্সন প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছিল পাকিস্তান ক্রিকেটে। গল টেস্টে চোটে পড়া বাঁহাতি এই পেসার কদিন আগে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। সেখানে যাওয়ার আগে অবশ্য শাহীনের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ হাফিজ।


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান

২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান, ফাইল ফটো

শহিদ আফ্রিদি রীতিমতো বোমা ফাটিয়েছিলেন। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক জানান, পিসিবির নয় নিজের টাকায় ইংল্যান্ডে চিকিৎসা করাচ্ছেন শাহীন। যদিও সেসব খরচ পরিশোধ করার কথা জানায় পিসিবি। পাকিস্তানের ক্রিকেটে যখন এসব আলোচনা যখন তুঙ্গে তখন আকিভ জাভেদ বললেন ভিন্ন কথা। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও শাহীনকে অস্ট্রেলিয়াতে না খেলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। আকিভ জাভেদ মনে করেন, পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়া বিশ্বকাপের চেয়েও শাহিন গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, শাহীনের মতো পেসার প্রতিদিন জন্মায় না।


এ প্রসঙ্গে আকিভ জাভেদ বলেন, ‘শাহীন আফ্রিদির মতো ফাস্ট বোলার প্রতিদিন জন্মায় না। শাহীন আফ্রিদির প্রতি আমার উপদেশ আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার। কারণ এই বিশ্বকাপের চেয়েও গুরুত্বপূর্ণ শাহীন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball