বাটলারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৭ ঘন্টা আগে
আইসিসি

কাফ ইনজুরি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি জস বাটলার। আর তাই পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে শুরু থেকে খেলা হচ্ছে না তার। বাটলারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।


বর্তমানে অবশ্য পুনর্বাসনের একদম শেষ ধাপেই আছেন বাটলার। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে ঝুঁকি নিতে চাইছেন না তিনি নিজেও। আর তাই তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মইন আলী।


promotional_ad

বাটলারের ফিটনেস প্রসঙ্গে মইন বলেন, 'বাটলার কখন খেলবে সেটা নিয়ে আসলে নিশ্চিত নই। সে এখন খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছে। সম্ভবত সফরের শেষদিকে সে একটি বা দুটি ম্যাচে খেলবে। তবে এটা নির্ভর করবে তার উন্নতির ওপর। বিশ্বকাপের আগে আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় চাই এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না।'


আরো পড়ুন

‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন

৩ ঘন্টা আগে
অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

এদিকে মইনের পূর্ববর্তী বংশের পুরোটাই পাকিস্তানে। ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার রোমাঞ্চ ছুঁয়েছে এই অলরাউন্ডারকে।


মইন আরও বলেন, 'অবশ্যই আমার শেকড় এখানে (পাকিস্তানে) এবং এতো বড় এবং ঐতিহাসিক একটি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া আমার জন্যে অনেক বড় গর্বের ব্যাপার। আমার মা, বাবা, বন্ধু, পরিবার ও পরিচিত সবাই আমার জন্যে খুশি। ইংল্যান্ডকে যেকোনো ম্যাচে নেতৃত্ব দেয়া এবং খেলতে পারাটা যে কারও জন্যই অনেক সম্মানের।'


২০ সেপ্টেম্বর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫, ২৮, ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। এর মধ্যে করাচিতে অনুষ্ঠিত হবে প্রথম চারটি টি-টোয়েন্টি এবং লাহোরে অনুষ্ঠিত হবে বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।


পাকিস্তান সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জস বাটলার (অধিনায়ক), মইন আলী, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড ও মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball