আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া

১৮ জুন ২৫
সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, আইসিসি

আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শামিমা সুলতানার অসাধারণ ব্যাটিং এই জয়ের ভিত গড়ে দিয়েছে। পরবর্তীতে সালমা খাতুন এবং নাহিদা আক্তারদের বোলিংয়ে জয় পায় বাঘিনীরা।


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রবিবার ‘এ’ গ্রুপের ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জ্যোতি। ৫৩ বলে খেলা ইনিংসে ছিল দশটি চার এবং একটি ছক্কার মার।


promotional_ad

ওপেনিংয়ে নামা শামিমা করেন ৪৮ রান। ৪০ বলে খেলা ইনিংসে ছিল সাতটি চারের মার। এ ছাড়া মুরশিদা খাতুন করেন ১৬ বলে ১৬ রান।


আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন এইমার রিচার্ডসন, লিয়াহ পল, আরলেনি কেলি ও লরা ডিলানি।


লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১২৯ রান করে থেমেছে আইরিশ নারীরা। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন এইমিয়ার রিচার্ডসন। এ ছাড়া ওপেনার অ্যামি হান্টার ৩৩ ও অধিনায়ক লরা ডিলানি ২৮ রান করেন।


এই তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা তিনটি ও সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা দুটি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ নারী দল- ১৪৩/৪ (২০ ওভার)
(জ্যোতি ৬৭, শামিমা ৪৮; পল ১/২০)
আয়ারল্যান্ড নারী দল- ১২৯/১০ (১৯.৪ ওভার)
(রিচার্ডসন ৪০, হান্টার ৩৩; সালমা ৩/১৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball