'বাবরকে আউট করতে প্রয়োজন বিশেষ ডেলিভারি'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪২ ম্যাচে ১৭ জয়, তবুও বেতন বাড়ছে বাবর-রিজওয়ানদের

১০ জুলাই ২৫
পাকিস্তান দল, ফাইল ফটো

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার এখন বাবর আজম। টেস্টেও আছেন সেরা তিনে। ক্রিকেট মহলে হরহামেশাই বাবরের ব্যাটিং প্রতিভার প্রশংসা শোনা যায়। এবার পাকিস্তানের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন স্কট স্টাইরিস। নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার মনে করেন, গতানুগতিক ধারায় বাবরকে আউট করা কঠিন, তাকে সাজঘরে ফেরাতে 'বিশেষ ডেলিভারি' করতে হবে বোলারদের।


বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের চোখে চোখ রেখে টেক্কা দিচ্ছেন বাবর। আইসিসির র‌্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তান অধিনায়ক।


promotional_ad

এ বছর ওয়ানডেতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। এই ফরম্যাটে চলতি বছর তার ব্যাটিং গড় বিবেচনায়ও সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে পাকিস্তান অধিনায়ক। এমন ইনফর্ম আর জাত ব্যাটারকে সাজঘরে ফেরাতে বোলারদের রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে।


আরো পড়ুন

নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল

৪৫ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

স্টাইরিস বলেন, ‘আমি নিশ্চিত নই যে তাকে (বাবর) কীভাবে আউট করা যায়। আশপাশে এখন যারা আছে, তাদের মধ্যে সে-ই নাম্বার ওয়ান। যেটা সাধারণত করা হয়, তাকে সিঙ্গেল নিতে দিয়ে নন-স্ট্রাইকে পাঠিয়ে দেয়া। এটা কিন্তু নতুন কিছু নয়। দুই-তিন দশক ধরেই ভালো ব্যাটারদের ক্ষেত্রে এ রকম ঘটছে। বাবর আজমও এই কৌশলের সঙ্গে পরিচিত। এটি ওর ক্ষেত্রে কাজে দেবে কি না, আমি জানি না।’


বাবরকে আউট করা কঠিন সেটা মানেন স্টাইরিস কিন্তু পাকিস্তান অধিনায়ককে সাজঘরে ফেরাতে বোলারদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি। সাবেক এই কিউই ক্রিকেটারের মতে, বাবরের বিপক্ষে এমন সব ডেলিভারী করতে হবে, যেখানে এই ব্যাটার শট খেলতে আগ্রহী হবেন।


স্টাইরিস বলেন, ‘আমার মনে হয়, বোলারকে এ ক্ষেত্রে কিছুটা সাহস দেখাতে হবে। একটু ঝুঁকি নিতে হবে। এমন কোনো জাদুকরি ডেলিভারি, যেটা করতে গেলে ভয় লাগে যে একটু ভুল হলেই তো মাঠের ওপারে আছড়ে ফেলবে। এ রকম বিশেষ ডেলিভারি দেয়ার ঝুঁকিটা নিতে হবে। সে এখন যে মাপের ব্যাটার, এটাই হতে পারে সম্ভাব্য সেরা কৌশল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball