হাতে গ্যাস নিয়ে তেলের চিন্তা করতে চান না সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব
১৫ ঘন্টা আগে
আসন্ন এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তৃতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এই ক্রিকেটার জানিয়েছেন আপাতত বিশ্বকাপ পর্যন্তই ভাবতে চান তিনি। এর বেশি চিন্তা তিনি এখনও করেননি।
শুধু তাই নয়, কী হলে কী হতে পারতো তা চিন্তা না করে, দলের শক্তিসামর্থ্যের কথা মাথায় রেখেই সামনে এগিয়ে যেতে সাকিব। সোমবার এশিয়া কাপের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

সাকিব বলেন, ‘এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।’
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
৪২ মিনিট আগে
এশিয়া কাপ শুরু হয়ে যাবে আগামী শনিবার থেকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রয়েছে দুই মাসের মতো সময়। এ সময়ের মধ্যে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। তবে সময়ের পুরোটা কাজে লাগিয়ে যতটা সম্ভব উন্নতির বার্তা দিলেন টাইগার অধিনায়ক।
তার ভাষ্য, ‘আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’
সাকিব আরও যোগ করেন, ‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারবো না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’