শেষ ম্যাচেও হার ওয়েস্ট ইন্ডিজের, শঙ্কায় বিশ্বকাপ খেলা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

২১ জুলাই ২৫
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় কিউইরা। তাই সিরিজের শেষ ওয়ানডে ছিল সিরিজ নির্ধারণী। এই ম্যাচে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় সফরকারীরা।


ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। শুরুতেই ফিন অ্যালেনের উইকেট হারায় তারা। তবে বাকি ব্যাটাররা বাকিরা দায়িত্ব নিয়ে খেলেছেন। হাফ সেঞ্চুরি করেছেন টপ অর্ডারের চার ব্যাটার। এই তালিকায় আছেন মার্টিন গাপটির, ডেভন কনওয়ে, টম ল্যাথাম এবং ডার্লি মিচেল।


promotional_ad

শেষ দিকে জিমি নিশামও দুর্দান্ত ব্যাটিং করেছেন। লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে মাত্র ১১ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। পুরো সিরিজ মিলিয়ে ব্যাট হাতে ৫১ রানের সঙ্গে বল হাতে ৪ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মিচেল স্যান্টনার।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

১২ ঘন্টা আগে
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

এর আগে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান মায়ার্স। তার ব্যাট থেকে আসে ১১০ বলে ১০৫ রান। আরেক ওপেনার হোপ হাফ সেঞ্চুরি করেছেন। তবে ৫১ রান করতে তিনি বল খেলেছেন ১০০টি। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন নিকোলাস পুরান। তার ব্যাট থেকে এসেছে ৫৫ বলে ৯১ রান। আর শেষ দিকে আলজারি জোসেফের ৬ বলে ২০ রানের সুবাদে তিনশো রানের মাইলফলক স্পর্শ করে ক্যারিবিয়ানরা।


ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। হার দিয়ে শেষ করা এই পর্ব ক্যারিবিয়ানদের জন্য ছিল এক বিভীষিকাময় পথচলা। ২৪ ম্যাচে তাদের জয় মোটে ৯টি। এরফলে ৯০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে তারা। 


তাদের নিচে থাকা ছয় দলের মধ্যে পাঁচ দলের সামনেই রয়েছে ৯০ এর বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ। সুপার লিগ থেকে শীর্ষ আট দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই সরাসরি বিশ্বকাপ খেলতে এখন অন্য দলগুলোর উপর চোখ রাখতে হবে ক্যারিবিয়ায়নদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball