পাওয়ার হিটিংয়ের জন্য সময় দিতে বলছেন মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যতক্ষণ মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই: লিপু
২৩ জুন ২৫
টি-টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় পার করার পরও নিজস্ব কোনো ঘরানা তৈরি করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার সবচেয়ে বড় কারণের একটি ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে না পারার সঙ্গে পাওয়ার হিটিংয়ে সমস্যা। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তোলার বিকল্প নেই। তবে সেখানে বেশ পিছিয়ে টাইগাররা। নিজেদের পাওয়ার হিটিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে কদিন হলো মিরপুরে শিষ্যদের নিয়ে কাজ করছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
যদিও এশিয়া কাপের আগে নিজেদের মাঝে ভাগ হয়ে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে শেখ মেহেদি-সাকিব আল হাসান কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া আর কাউকেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে দেখা যায়নি। যদি সাফল্য পেতে দুবার ব্যাটিংয়ে নামতে হয়েছিল মেহেদি ও সাকিব। তবে পাওয়ার হিটিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে সবাইকে সময় দিতে বলছেন মোসাদ্দেক। এই অলরাউন্ডার জানিয়েছেন, একদিনেই খুব বেশি উন্নতি করা যাবে না।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মোসাদ্দেক বলেন, ‘পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছয় মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি।’
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
৪৪ মিনিট আগে
তিনি আরও বলেন, ‘একদিনে হয়তো আপনি খুব বেশি উন্নতি পাবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়া। সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। এটার জন্য আমাদের সবাইকেই সময় দিতে হবে।’
কদিন আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন সাকিব। ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব পেয়েই সতীর্থদের নিজের পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের পরিকল্পনা মাঠে কার্যকর করতে পারলে টি-টোয়েন্টি সংস্করণে উপকার হবে বলে মনে করেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘পরিবর্তন আপনি যখন করবেন তখন দুইটা দিক আসতে পারে। হয় পজিটিভ বা নেগেটিভ। সাকিব ভাই যে প্ল্যাণটা দিয়েছে সবাইকে, সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি সংস্করণে খুবই উপকার হবে।’