ক্রিকেটে ফিরছেন পেইন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে পেইন

২০ জুন ২৫
টিম পেইন

কয়েকমাস আগে গুঞ্জন উঠেছিল, তাসমানিয়া টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন টিম পেইন। তবে নতুন খবর কোচ নয় আবারও ক্রিকেটার হয়েই মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। শেফিল্ড শিল্ডের এই মৌসুমে তাসমানিয়ার হয়ে খেলতে দেখা যেতে পারে এই উইকেটকিপার ব্যাটারকে।


২০১৮ সালে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতির ঘটনার পর টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন পেইন। সর্বশেষ অ্যাশেজ শুরুর আগে অনেকটা অপ্রত্যাশিতভাবে মিডিয়ায় চলে আসে পেইনের কিছু অশোভনীয় বার্তা। ২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন তিনি।


promotional_ad

যা মিডিয়ায় এলে অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন এই উইকেটকিপার ব্যাটার। তবে বিরতি কাটিয়ে রাজ্য দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন পেইন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দ্য অস্ট্রেলিয়ান।


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

২১ জুলাই ২৫
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

পেইনের অনুশীলনের খবর নিশ্চিত করেছেন ক্রিকেট তাসমানিয়ার প্রধান নির্বাহী ডম বেকার। তিনি জানান, ক্লাব ক্রিকেটের জন্য আপাতত চুক্তিহীন ক্রিকেটার হিসেবে অনুশীলন করছেন পেইন। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে রাজ্য ক্রিকেট দলে দেখা যেতে পারে তাকে।


এ প্রসঙ্গে বেকার বলেন, ‘ক্লাব ক্রিকেটের জন্য ফিট হতে সে চুক্তিহীন খেলোয়াড় হিসেবে ট্রেনিং করছে। যদি সে সেরার কাছাকাছিও নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আবার তাকে রাজ্য ক্রিকেট দলের সঙ্গে দেখা যাবে তাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball