নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে নেতৃত্বের ক্ষেত্রে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও নেতৃত্বে আসতে না পারার নিষেধাজ্ঞা বজায় আছে এখনও। কদিন আগে ওয়ার্নারের নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছিলেন অ্যালান বোর্ডার???


অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছিল, বিগ ব্যাশের দলগুলোর আগ্রহের কারণে ওয়ার্নারের অধিনায়কত্বের আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বেশ কিছুদিন কেটে গেলেও এখনও তেমন কোনো খবর মেলেনি। তবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সিএ’র সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ওয়ার্নার। 


promotional_ad

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আগেও অফ দ্য রেকর্ড অনেকবার বলেছি, আমার সঙ্গে আলোচনায় আসার, তাদের দুয়ার খুলে দেওয়ার ব্যাপারটি বোর্ডের ওপর। এরপরই আসলে এ ব্যাপারে খোলাখুলি একটা আলোচনা হতে পারে।’


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

২১ জুলাই ২৫
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

‘২০১৮ সালে যখন ওই শাস্তি দেওয়া হয়েছিল, এরপর বোর্ডে পরিবর্তন এসেছে। তাদের সঙ্গে আলোচনা করে যদি বুঝতে পারি, এখন আমাদের অবস্থান আসলে কোথায়, তাহলে ব্যাপারটি ভালোই হবে।’


ওপেনার হিসেবে বিশ্ব ক্রিকেটে বাজিমাৎ করলেও অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ১২ ম্যাচের বেশি নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি ওয়ার্নারের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বেশ কয়েকটি মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কোনো পদে না থাকলেও নিজেকে দলের একজন নেতা হিসেবেই ভাবেন তিনি। 


ওয়ার্নার বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে, কোনো পদে না থাকলেও আমি দলের একজন নেতা। আমার ভাবনাও অমনই। তরুণেরা যদি আমার কাছে কিছু শিখতে চান, তাহলে আমার কাছে সব সময়ই ফোন থাকে, তাঁদের কাছে আমার নম্বর আছে। অনুশীলনের সময়ও আমার সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।’


এদিকে ওয়ার্নারের নেতৃত্বের আজীবন নিষেধাজ্ঞা তুলে না নেয়ার কোনো কারণ দেখছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘(তার নেতৃত্ব দিতে না পারার) কোনো কারণ দেখি না আমি। তিনি দুর্দান্ত একজন নেতা। আশা করি...(নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে)।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball