promotional_ad

রান বন্যায় তিক্ত অতীত ভুলছেন ইয়াসির

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাঁচ মাস আগেও ক্রিকেটে ফেরা অনিশ্চিত ছিল ইয়াসির আলি রাব্বির। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর চার মাসের বিরতি, ফিরেছেন বিসিএল দিয়ে। ফিরেই ব্যাটে ফর্মের তুঙ্গে ছিলেন ইয়াসির। এরপর ইমার্জিং কাপ, বিপিএলের পর এবার ডিপিএলেও নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই তরুণ।


দুর্ঘটনার আগেও নিজের সামর্থ্য দিয়ে সকলের নজরে এসেছিলেন ইয়াসির। কিন্তু দীর্ঘ বিরতির পর ফর্ম ধরে রাখা ছিল ইয়াসিরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজের কঠোর পরিশ্রম দিয়ে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিশ্বাস রাখছেন নিজের সামর্থ্যের ওপর, নিজেকে শক্ত করছেন মানসিকভাবেও।



promotional_ad

ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে আবাহনী লিমিটেডের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন ইয়াসির। ১১২ বলে ১০৬ রানের ইনিংস খেলে জানান দিয়েছেন তাঁর সক্ষমতার। ডিপিএল টি-টুয়েন্টি ফরম্যাটেও ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি, ওয়ানডে ফরম্যাটে নেমেই খেলেছেন ৬৫ রানের ইনিংস।


ম্যাচ শেষে ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে ইয়াসির বলেন, 'একটা জিনিস মাথায় কাজ করত, আমি যদি ভালোভাবে ফিরে আসতে পারি, তাহলে যতই গ্যাপ থাকুক, সব মুছে যাবে। আমি চেয়েছিলাম কষ্ট করে যাব। আল্লাহ আমাকে এদিক থেকে বঞ্চিত করেছে, হয়তো অন্য দিক থেকে খুলে দিবে। ওইভাবেই নিজেকে মানিসিকভাবে প্রস্তুত করছি।'


তবে দীর্ঘ বিরতির পর এমন ইনিংস খেলা ইয়াসিরের কাছে বিশেষ কিছু। নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন তিনি। তাঁর ভাষায়, 'আমি আগেও বলেছি, ওইসময় আমার আব্বু আম্মু অনেক সহায়তা করেছে। আমার পরিবার থেকে যদি সেই সমর্থন না পেতাম, আমি হয়তো এই জায়গায় থাকতে পারতাম না।



'কারণ পাঁচ মাস অনেক বড় একটা বিরতি। এমন সময় এসে এমন বড় পারফর্ম করার সবার ভাগ্যে হয় না। আল্লাহ আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ।'


এমনকি এখন নিজেকে যে কোন পর্যায়ের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত ভাবছেন ইয়াসির। 'হ্যাঁ আমার কাছে মনে হয় আমি ম্যাচ খেলার জন্য ফিট। ভালো মতই ফিট। হয়তো আরও উন্নতি করার জায়গা আছে। তো ওটা নিয়ে কাজ করছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball