promotional_ad

বিজয়ের শতকে প্রাইম ব্যাংকের সহজ জয়

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


প্রাইম ব্যাংকঃ ১৬৬/১, ৩১.৩ ওভারে


(বিজয় ১০০*, সুদীপ ১৫* ; নাবিল ১/৩১ )


রুপগঞ্জঃ ১৬৩ অল আউট (৪৬.১ ওভার)



promotional_ad

(জাকের আলি ৪৭, নাঈম শেখ ৫২) (কাপালি ২/১২)


বিজয়ের দশম শতকঃ রূপগঞ্জের বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে লিস্ট 'এ' ক্যারিয়ারের দশম শতক তুলে নিয়েছেন এনামুল হক বিজয়। বলে মেধা অনুযায়ী খেলেছেন সবগুলো শট। শতকটি হাঁকাতে ১১১ বল খেলেছেন এই ডানহাতি ওপেনার।


১২টি চার এবং ২টি ছয়ের মার ছিল তাঁর এই ইনিংসে। দুর্দান্ত ব্যাটিং করা বিজয়ের শতকে ৩১.৩ ওভারেই ১৬৪ রানে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। একশ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন এই ওপেনার। তাঁর সাথে অপরাজিত ছিলেন সুদীপ, তিনি করেছেন ১৫ রান।


৯০ এর ঘরে বিজয়ঃ ব্যাট হাতে বিকেএসপির মাঠে দারুণ কারিশমা দেখিয়ে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। এরই মধ্যে প্রাইম ব্যাংকের এই ওপেনার পৌঁছে গিয়েছেন ৯০ এর ঘরে। বর্তমানে ক্রিজে তিনি ব্যাট করছেন ৯৪ রান নিয়ে।  


শতক ছাড়ানো উদ্বোধনী জুটির সমাপ্তিঃ ব্যাটে হাতে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন ওপেনার রুবেল মিয়া। কিন্তু ৪৪ রান করে নাবিল সামাদের বলে ক্যাচ এবং বোল্ড হয়ে ফিরেছেন তিনি। দুইজনে মিলে দলের খাতায় যোগ করেছেন ১২৫ রান।



তবে এখনও উইকেটে রয়েছেন বিজয়। লিস্ট 'এ' ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক হাঁকিয়ে সত্তরের ঘরে ব্যাটিং করছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সুদীপ চক্রবর্তী।


বিনা উইকেটে এগোচ্ছে প্রাইম ব্যাংকঃ বোলারদের অসাধারণ পারফর্মেন্সে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৬৩ রানেই গুটিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৬৪ রানের ক্ষুদ্র লক্ষ্য ব্যাট হাতে দারুণ ভঙ্গিমায় তাড়া করছে ব্যাটসম্যানরাও।


উদ্বোধনী জুটিতে এখনও ব্যাটিং করে যাচ্ছেন দুই ওপেনার এনামুল হক বিজয় এবং রুবেল মিয়া। প্রতিপক্ষের বোলারদের কোন রকম পাত্তাই দিচ্ছেন না এই দুই ব্যাটসম্যান। ব্যাটিং করে যাচ্ছেন ঠাণ্ডা মাথায়।


ইতিমধ্যে ১৫ ওভার শেষে ১৭৭ রান সংগ্রহ করেছেন এই দুইজন। রুবেল মিয়ার ব্যাট থেকে এসেছেন ৩৬ রান এবং ৩৮ রানে ব্যাটিং করছেন বিজয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball