promotional_ad

লিটন, তাইজুলের ব্যাটে বাংলাদেশের দুইশত

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশঃ ২০০/৬ (৫৬ ওভার) (লিটন-,২৭*, তাইজুল-৮*; ওয়েগনার- ৪/২৮, গ্র্যান্ডহোম-১/১৫)  


লিটন, তাইজুলের ব্যাটে বাংলাদেশের দুইশতঃ ১৬৮ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং তাইজুল ইসলাম। এরই মধ্যে এই দুই ব্যাটসম্যান দলকে ২০০ রানের কোটা পার করিয়েছেন। 


ওয়েগনারের চতুর্থঃ ইনিংসের ৪৯তম ওভারের পঞ্চম বলে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার ওয়েগনার। তাঁর করা বলটি স্কয়ার লেগ অঞ্চলে মারতে চেয়েছিলেন রিয়াদ। কিন্তু শেষ পর্যন্ত কলিন ডি গ্র্যান্ডহোমের তালুবন্দি হন তিনি। মাত্র ১৩ রান করে আউট হয়েছেন টাইগার অধিনায়ক। 


ব্যর্থ সৌম্যঃ ম্যাট হেনরির ৪২তম ওভারের তৃতীয় বলটি ঠিকমতো ব্যাটে বলে করতে পারেননি সৌম্য সরকার। ফলে শর্ট বলটি ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়ে। আর ২০ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় সৌম্যকে।



promotional_ad

লাঞ্চের পর তামিমের বিদায়ঃ লাঞ্চ বিরতির পর ব্যাটিং করতে নেমে তামিম ইকবালের উইকেটটি হারাতে হয়েছে বাংলাদেশকে। এবারও শর্ট বলে উইকেটটি নিয়েছেন নিল ওয়েগনার। তাঁর ৩৭তম ওভারের তৃতীয় বলটি পুল করতে চেয়েছিলেন টাইগার ওপেনার। কিন্তু স্কয়ার লেগ অঞ্চলে টিম সাউদির হাতে ধরা পড়েন তিনি। ফলে ৭৪ রানের দারুণ ইনিংসটির পরিসমাপ্তি ঘটে তামিমের।  


ওয়েগনারের দ্বিতীয় আঘাতঃ লাঞ্চ বিরতির ঠিক আগে বাংলাদেশ শিবিরে দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছেন কিউই পেসার নিল ওয়েগনার। মমিনুল হকের পর এবার মোহাম্মদ মিঠুনের উইকেটটিও তুলে নিয়েছেন তিনি। ওয়েগনারের করা শর্ট বলটি ব্যাক ফুটে থাকা মিঠুন ঠিকমতো বুঝতে না পারায় সেটি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ধরা পরে। ফলে ৩৫ ওভারের মাথায় ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিলো বাংলাদেশ।      


মমিনুলের বিদায়ঃ নিল ওয়েগনারের করা ৩৩তম ওভারের তৃতীয় বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন মমিনুল হক। কিন্তু কিউই পেসারের শর্ট বলটি মমিনুলের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের হাতে ধরা পরে। ফলে ১৫ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। আর ১১৯ রানে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। 


তামিমের ২৭তম হাফসেঞ্চুরিঃ সাদমান ইসলাম আউট হওয়ার পর দারুণ ব্যাটিং করে নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। ম্যাট হেনরির করা ২৪তম ওভারের চতুর্থ বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি।    


জুটি ভাঙ্গলেন গ্র্যান্ডহোমঃ তামিম এবং সাদমানের ৭৫ রানের জুটিটি অবশেষে ভাঙ্গতে সক্ষম হয়েছেন কিউই পেসার কলিন ডি গ্র্যান্ডহোম। ইনিংসের ২১তম ওভারের চতুর্থ বলটি সাদমানের ব্যাটের কানায় লাগলে প্রথম স্লিপে ফিল্ডিংরত রস টেইলর তা লুফে নেন। এর ফলে ২৭ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।  


জুটির হাফসেঞ্চুরিতে তামিম, সাদমানঃ কিউইদের বিপক্ষে দারুণ ব্যাটিং করছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। দারুণ খেলে ৫০ রানের বেশি জুটি গড়েন তাঁরা। 



৪ এর বেশি রান রেট বাংলাদেশেরঃ শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ট্রেন্ট বোল্টের করা পঞ্চম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে টানা দুটি চার হাঁকান তিনি।


দেখে শুনে খেলছে বাংলাদেশঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম অনেকটা দেখে শুনে খেলছেন। কিউই পেসার ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের দ্বিতীয় বলটি কাভার ড্রাইভ করে সীমানা ছাড়া করার মাধ্যমে রানের খাতা খুলেছিলেন তামিম। এরপরই অবশ্য দেখেশুনে খেলার দিকে গুরুত্ব দেন তিনি। 


উল্লেখ্য স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে সফরকারী বাংলাদেশ। বেসিন রিজার্ভে অনুষ্ঠিত এই ম্যাচে টাইগারদের একাদশে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি ঘটেছে।


অপরদিকে খালেদ আহমেদের বদলী হিসেবে দলে এসেছে মুস্তাফিজুর রহমান। তবে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে এই টেস্টেও খেলা হচ্ছে না মুশফুকির রহিমের। এছাড়াও কিউইদের একাদশে এসেছে একটি পরিবর্তন। প্রথম টেস্টে খেলা টড অ্যাস্টেলের পরিবর্তে এই ম্যাচে আছেন ম্যাট হেনরি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball