promotional_ad

বিকেএসপিতে শফিউলের তান্ডব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


গাজি গ্রুপ ক্রিকেটার্সঃ ১৪৭/৭ (৩৭ ওভার) (শামসুর- ৫৯*, রনি-৭*; শফিউল- ৫/৩২, বাবু-১/২২) 


বিপদে শামসুলের হাফসেঞ্চুরিঃ তৌহিদ ফিরলেও দায়িত্বশীল ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শামসুল। আবু হায়দার রনিকে সাথে নিয়ে ইনিংস মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। 



promotional_ad

হাফসেঞ্চুরি হাঁকিয়ে তৌহিদের বিদায়ঃ দারুণ খেলে হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তৌহিদ। ৫৬ রান করে মোহাম্মদ আশরাফুলের বলে সোহাগ গাজির তালুবন্দি হয়েছেন তিনি। ফলে দলীয় ১২৭ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসেছে গাজি  গ্রুপ।  


তৌহিদ তারেকের হাফসেঞ্চুরিঃ দ্রুত ৬ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরার দায়িত্ব নেন ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান তৌহিদ তারেক। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান শামসুল ইসলামকে সাথে নিয়ে ১০১ রানের জুটি গড়েন তিনি। একই সাথে দারুণ একটি হাফসেঞ্চুরি তুলে নেন এই তরুণ। 


শফিউলের তান্ডবঃ  ইমরুলের বিদায়ের পর গাজি শিবিরে আবারও আঘাত হানেন মোহামেডান পেসার শফিউল। রায়হান উদ্দিনকে (২) শুক্কুরের হাতে ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তিনি। এরপর নবম ওভারের চতুর্থ বলে পারভেজ রাসুলের উইকেটটি শিকার করার মাধ্যমে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই পেসার।আর শফিউলের তান্ডবে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়ে গাজি গ্রুপ।  


দ্রুত ফিরলেন ইমরুলঃ দলের বিপদে হাল ধরতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসও। মাত্র ৭ রান করে আলাউদ্দিন বাবুর বলে নাদিফ চৌধুরীর তালুবন্দি হতে হয়েছে তাঁকে। ফলে ১৫ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপর্যয় অব্যাহত রেখেছে গাজি। 



শুরুতেই বিপর্যয়ে গাজিঃ মোহামেডানের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে দলীয় মাত্র ৩ রানের মাথায় ৩ টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট হারাতে হয়েছে গাজি গ্রুপকে। মাত্র ১ রান করে ওপেনার মেহেদি হাসান শফিউল ইসলামের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। 


এরপর রনি তালুকদারকেও তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাজঘরে পাঠান তিনি। উইকেটরক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রনি। একই ওভারের দ্বিতীয় বলে শামসুর রহমানকে ফিরিয়ে দিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শফিউল।  


ফিল্ডিংয়ে মোহামেডানঃ বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সকালে টসে জিতে গাজি গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রকিবুল হাসান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball