promotional_ad

কেমন ছিল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি?

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৯৯৯ থেকে ২০১৫ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ দল। পাঁচ বিশ্বকাপের প্রতিবারই পোশাকের ধরণ বদলেছে বাংলাদেশ দলের। লাল, সবুজ, হলুদের সংমিশ্রণে নতুন নতুন ধাঁচের জার্সি বানানো হয়েছিল বিশ্বকাপের গত পাঁচ আসরে।


বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৯৯৯ সালে। সে সময় টাইগারদের পোশাক ছিল সাদামাটা। ধূসর সবুজের সাথে হলুদ এবং কালো রঙের মিশ্রণ ছিল বাংলাদেশের প্রথম বিশ্বকাপের জার্সিটি।


সামনে মাঝ বরাবর হলুদ এবং কালোর ডোরাকাটা একটি মোটা দাগ ছিল। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে গ্রুপ 'বি' তে খেলেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ খেলে স্কটল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে জিতেছিল টাইগাররা।


২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। গাড় সবুজের সাথে লাল রঙের মিশ্রণ ছিল সেবারের পোশাকে। জার্সির হাতায় ছিল লাল রঙ।



promotional_ad

বিশ্বকাপের সেই আসরে পুল 'বি' তে খেলেছিল টাইগাররা। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। উইন্ডিজদের সাথে ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছিল।


২০০৭ সালে টাইগারদের জার্সিতে ছিল তিন রঙের মিশ্রণ। হালকা সবুজের সাথে হলুদ এবং লাল রঙ ছিল। দুইপাশে ছিল হলুদ রঙ, জার্সির হাতা এবং কলারে ছিল লাল রঙ।


ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত সেই বিশ্বকাপের সুপার এইটে খেলেছিল টাইগাররা। শক্তিশালী ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল টাইগাররা।


২০১১ সালে বাংলাদেশের জার্সি ছিল লাল, সবুজ, সোনালি এবং কালো রঙের মিশ্রণে তৈরি। জার্সির নিচের অংশে কালো, দুই পাশে ছিল সোনালি এবং হাতাও কলারে ছিল লাল রঙ।


বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত সেই বিশ্বকাপে গ্রুপ 'বি' তে ছিল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলেছিল টাইগাররা। তিনটি ম্যাচ হারলেও তিনটিতে জয়ী হয়েছিল তারা। তবে কোয়ার্টার ফাইনালে জেতে সক্ষম হয়নি স্বাগতিক দলটি।



অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজিত ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে তিনটি রঙের মিশ্রণ ছিল। পুরো জার্সি ছিল সবুজ, হাতায় ছিল লাল রঙ। জার্সির বাম পাশে নিচে গর্জন করা বাঘের একটি ছাপ ছিল।


সেবার গ্রুপ 'এ' তে খেলেছিল বাংলাদেশ দল। ছয় ম্যাচের মধ্যে তিন জয় এবং এক ড্রয়ে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball