promotional_ad

ফাইনালের লড়াইয়ে টস জয়ী শেখ জামাল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির জমজমাট ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে।


ইতিমধ্যে ফাইনালের টস সম্পন্ন হয়েছে। টস জয়ী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান।



promotional_ad

নবাগত ডিপিএল টি-টুয়েন্টির সেমিফাইনালে শেখ জামালের অলরাউন্ডার জিয়াউর রহমানের ব্যাটিং নৈপুণ্যে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল দলটি।


অপরপক্ষে, অধিনায়ক ফরহাদ রেজার অলরাউন্ডিং পারফর্মেন্সে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর।


শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার।



প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মোহাম্মদ জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball