promotional_ad

পেসার খুঁজতে জেলায় জেলায় যাবেন চাম্পাকা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দেশ জুড়ে প্রতিভাবান পেসার খুঁজে বের করার গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন বিসিবির হাই-পারফর্মেন্স (এইচপি) দলের কোচ চাম্পাকা রামানায়েকে। বাংলাদেশের সবগুলো জেলা থেকে তরুণ প্রতিভা বের করবেন লঙ্কান পেস বোলিং কোচ রামানায়েকে।


১৫০ মিলিয়ন জনবসতির বাংলাদেশে আরও অনেক প্রতিভা আছে, যারা আলোর মুখ দেখছে না। তাদেরকে খুঁজে বের করে অনুশীলনের মাধ্যমে সামর্থ্যবান ক্রিকেটারে রূপান্তর করতে চাইছেন চাম্পাকা।



promotional_ad

শনিবার মিরপুরের একাডেমী মাঠে অনূর্ধ্ব-১৮ পর্যায় থেকে বাছাইকৃত তরুণ পেসারদের নিয়ে চালু করা বিশেষ ক্যাম্প পরিচালনা করছিলেন চাম্পাকা। সেখানে সাংবাদিকদের সাথে তাঁর পরবর্তী কার্যক্রমের কথা জানিয়ে তিনি বলেন,  


'আমাদের সব জেলায় গিয়ে কার্যকরী কিছু পেসার বের করে নেয়ার পরিকল্পনা আছে। এটা আমাদের পরবর্তী কার্যক্রম। এই দেশে ১৫০ মিলিয়নের মতো জনগন আছে। তাই এখানে অবশ্যই আরও প্রতিভা আছে। হাই পারফর্মেন্স দলের বাইরেও আমি ক্যাম্প করে আরও প্রতিভা বের করার পরিকল্পনা করছি।'


এ দিন অনূর্ধ্ব-১৮ পর্যায়ের পেসারদের সাথে ১৩ জন ইয়ুথ ক্রিকেট লীগ খেলে আসা পেসার নিয়ে কাজ করেছেন এই পেস বোলিং কোচ। তাঁর ভাষায়, 



'ওরা অনূর্ধ্ব-১৮ গ্রুপের বোলার। কিছুদিন আগে ইয়ুথ ক্রিকেট লীগ খেলেছে ওরা। আমাদের ১৩ জন বোলার আছে এই ক্যাম্পে। আমাদের মূল কাজ হচ্ছে ওদের স্কিল নিয়ে কাজ করা ও উন্নতি করা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball